শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

২ লক্ষ ৪৪ হাজার ইমাম-মুআজ্জিন পাচ্ছেন ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

ঈদুল ফিতর সামনে রেখে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনের ‘ঈদ উপহার’ হিসেবে আর্থিক সহায়তা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বৃহস্পতিবার (১৪ মে) সকালে গণভবনে বক্তব্য রাখতে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছিলেন, করোনার মধ্যে আমাদের মসজিদগুলো স্বাভাবিকভাবে চলছে না। রোজার মাসে আমাদের মসজিদগুলোতে অনেক মানুষ আসে। অনেক টাকা-পয়সা ওঠে।

কিন্তু এবার তেমন সুযোগ হচ্ছে না। আমি খবর নিয়েছি, মসজিদ কমিটিতে যারা আছেন, বিত্তশালী যারা আছেন, তারা সহায়তা করছেন। তারপরও আমি ভেবেছি, আমার পক্ষ থেকে কিছু করা দরকার।

শেখ হসিনা বলেন, আমাদের কাছে ইমাম-মোয়াজ্জিনদের তালিকা আছে। এই রমজানে মসজিদ-মাদরাসা বন্ধ থাকায় তারা অসুবিধায় রয়েছে। ঈদের আগে তাদের আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করব। ঈদকে সামনে রেখে আমরা এই সহায়তা পৌঁছে দেবো।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ আওয়ার ইসলামকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইসলামিক ফাউন্ডেশন সকল মসজিদের তালিকা তৈরি করেছে। এবং পিএম অফিসে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

তালিকাভুক্ত মসজিদের সংখ্যা কত?

এমন প্রশ্নের উত্তরে যুগ্ম সচিব আনিস মাহমুদ বলেন, প্রায় ২ লক্ষ ৪৪ হাজার মসজিদের তালিকা করেছে ইছলামিক ফাউন্ডেশন। সকল মসজিদকে তালিকাভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি।

আশা করি কোন মসজিদ বাদ যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজারদের তত্ত্বাবধানে সকল মসজিদের তালিকা করা হয়েছে। মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধিরা তালিকা তৈরিতে হেযোগিতা করেছেন। যা এখন প্রাইম মিনিস্টারের কার্যালয়ে। বলছিলেন ইফা ডিজি।

প্রতিটি মসজিদে কী পরিমাণ টাকা দেওয়া হবে?

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবুল কাশেম মজুমদার বলেছেন, এখনো টাকা পাশ হয় নি। পাশ হলে নির্দিষ্ট করে বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে, ফাউন্ডেশনের পাঠানো তালিকা অনুযায়ী প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হবে। তবে এটা নিশ্চিত নয়।

ঈদের আগে টাকা পাঠানো সম্ভব?

তিনি বলেন, যেহেতু এটা ঈদ-উপহার তাই আশা করা হচ্ছে ঈদের আগেই ইমাম-মুআজ্জিনদের হাতে পৈাঁছে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ-উপহার।

প্রধানমন্ত্রী ইমাম-মুআজ্জিনদের উপহার দিচ্ছেন, এটা নিশ্চিত। কিন্তু কবে, কীভাবে এবং টাকার পরিমাণ কতো -এ নিয়ে মুখ খুলেননি কেউই।

একটি সূত্র বলছে, আগামী বুধবারের মধ্যে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিকট পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ