মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

সহিহ হাদিসের আলোকে কোয়ারেনটাইনের ফজিলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাইফুল ইসলাম মাদানী।।
মুহতামিম: বড় কাটারা মাদ্রাসা, চকবাজার, ঢাকা।

মহামারী চলাকালে বাড়িতে অবস্থান করলেও শহিদের মর্যাদা লাভ করবে। মুসনাদে আহমাদ এর সহীহ বর্ণনাটি এবং এর তরজমা নীচে পত্রস্থ করা হলো:

قال النبي ﷺ : " ليس من رجل يقع الطاعون , فيمكث في بيته صابرا محتسبا يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد " صحيح رواه أحمد(26139

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : যে ব্যক্তি মহামারীগ্রস্ত হয়ে বাড়িতে (১)সবরের সাথে ও (২) আখেরাতের ছাওয়াবের আশায় , (৩) এই বিশ্বাস নিয়ে অবস্থান করে যে , আল্লাহ তা'আলা তাঁর ভাগ্যে যা লিখে রেখেছেন , তা ব্যাতীত কিছুই তাকে আক্রান্ত করতে পারবেনা , তাহলে , তাকে শহীদের মর্যাদা দান করা হবেই।
সনদটি সহীহ । মুসনাদে আহমাদ হাদীস নং -২৬১৩৯।

قال ابن حجر رحمه الله : " اقتضى منطوقه أن من اتصف بالصفات المذكورة يحصل له أجر الشهيد وإن لم يمت " [فتح الباري (194/10)]

ব্যাখ্যা: পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বুখারীর ভাষ্যকার আল্লামা হাফেয ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদীসে উল্লেখিত তিনটি শর্ত যদি মহামারীগ্রস্ত এলাকার কোন মুসলমান মানে, আর ঘরে অবস্থান করে, তাহলে সে শহীদের মর্যাদা পাবে যদিও মহামারীতে তার মৃত্যু না হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ