শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

করোনা রোধে মাঠে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দুর্যোগ করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠে নেমেছেন আফগান তালেবানরা। আফগানিস্তানের যেসব অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ রয়েছে সে সব এলাকায় তারা মানুষের মধ্যে মাস্কসহ অন্যান্য উপকরণ বিতরণ করছেন। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট করে জানান, পাকটিক প্রদেশে তারা করোনাবিরোধী অভিযান শুরু করেছেন।

তবে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির মধ্যেও তালেবানরা সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। দেশটির টোলো নিউজের বরাত দিয়ে গার্ডিয়ান বলছে, সর্বশেষ তাদের হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে আফগানিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জন মারা গেছে।

যুক্তরাষ্টভিত্তিক গণনাকারী সংস্থাটির মতে, এ পর্যন্ত বিশ্বব্যাপী মরণাঘাতী এ ভাইরাসটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ৮১৩ জন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজারের বেশি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ