শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

জুমার বদলে ঘরে জোহর নামাজ পড়ার নির্দেশ মুসলিম পার্সোনাল ল বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ঝুঁকি এড়াতে মসজিদে যেয়ে নামাজ পড়ার পরিবর্তে বাসায় নামাজ পড়ার কথা বলছেন এআইএমপিএলবি (অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড) । ভারতের বর্তমান লকডাউন অবস্থার কথা বিবেচনা করে এ নির্দেশনা দিয়েছেন উত্তরাঞ্চলের ফাতেহপুর মসজিদের ইমাম মুকাররাম আহমেদ।  খবর ইন্ডিয়া ডটকমের।

করোনা মোকাবেলায় সবাইকে শুক্রবারের জুমার নামাজ বাসায় পড়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এআইএমপিএলবি তাদের দেওয়া টুইট বার্তায় জানায়, বাসায় নিরাপদ থাকুন এবং বাসায় নামজ আদায় করুন। সকল নাগরিকদের এই নিয়ম মেনে চলা উচিত। এরপর হ্যাশট্যাগ নো জুম্মাহ মসজিদ লিখে টুইট করা হয়।

আরেকটি টুইট বার্তায় বলা হয় মসজিদ একেবারেই পরিত্যাগ করা উচিত হবে না। মসজিদে নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৪ জন উপস্থিত থাকা দরকার। ফতেহপুর মসজিদের ইমাম জানান, সময়ের প্রয়োজনে সবাইকে বাড়ি বসে নামাজ পড়া উচিত।

ওয়াল্ডওমিটারের দেওয়া তথ্য মতে, এ পর্যন্ত ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২৭ জন মানুষ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ