বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


দিল্লি সংঘর্ষ: সরকারের সমালোচনাকারী বিচারকের বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলা সংঘর্ষের ঘটনায় ভারতের কেন্দ্র, রাজ্য সরকার ও পুলিশের সমালোচনা করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলিধর। আর এরপরই বিচারপতি মুরলিধরকে বদলি করে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপতির মাধ্যম বিচারপতি এস মুরলিধরের বদলির বিষয়টি জানানো হয়।

বুধবার দিল্লির সংঘাত নিয়ে বিচারপতি মুরলিধর বলেন, আমরা আর একটা ১৯৮৪-র মতো দাঙ্গার ঘটনা হতে দিতে পারি না দেশে। ওই সময় তিনি কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকার— উভয়কেই নির্দেশ দিয়েছিলেন দিল্লির সংঘাত প্রতিরোধে একসঙ্গে কাজ করতে।

দিল্লি হাইকোর্টের বেশ কয়েকজন আইনজীবীর বলেন, বিচারপতি মুরালীধর অত্যন্ত দক্ষ এবং বহু মামলাতেই সাহসী রায় দিয়েছেন। যার মধ্যে কংগ্রেস নেতা সজ্জন কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া ৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা মামলা এবং সমকামিতাকে ফৌজদারি অপরাধের তকমা থেকে মুক্ত করার রায়।

তারা আরও বলেন, মঙ্গলবার মাঝরাত থেকে বিচারপতি মুরালীধরের ভূমিকার পরে তিনি কার্যত দিল্লির মানুষের ‘রক্ষাকর্তা’ হয়ে উঠলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে ও ২০১৯ সালের জানুয়ারিতে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতি মুরালীধরকে অন্যত্র বদলির প্রসঙ্গে এর আগে দু’বার রাজি হয়নি কলেজিয়াম। তবে এবার স্বপ্রনোদিত হয়েই প্রথমে কলেজিয়াম ও পরে দেশটির রাষ্ট্রপতি এই সাহসী বিচারপতিকে বদলির নির্দেশ দিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ