আবদুল্লাহ তামিম।। যেসব দেশে মুসলিমরা বাস করেন তাদের একত্রে মুসলিম বিশ্ব বলে। মুসলিমদের সমগ্র মনন, অবস্থান ও অস্তিত্ব জনিত পরিস্থিতিকে মুসলিম জাহান বলা হয়।
২০১৭ সালে, বিশ্বের জনসংখ্যার ১.৮ বিলিয়নের বেশি বা প্রায় ২৪.১% মুসলমান ছিল। এর মধ্যে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ৬২%। মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় %। সাব-সাহারান আফ্রিকায় ১৫%, ইউরোপে প্রায় ৩%। আমেরিকায় ০.৩%।
বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা ১৬০ কোটি তন্মধ্যে বাংলাদেশ চতুর্থ স্থানে। ইন্দোনেশিয়ায় ২১ কোটি, পাকিস্তানে ১৮ কোটি, ভারতে ১৭ কোটি ও বাংলাদেশে ১৫ কোটি মুসলমান রয়েছে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্থানে রয়েছে মিশর, নাইজেরিয়া ও ইরান।
মুসলিমের সংখ্যায় এর পরে রয়েছে তুরস্ক,আলজেরিয়া ও মরক্কো। বিশ্বের ১২০টির বেশি দেশে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান। এর মধ্যে ৩৫ টিরও বেশি দেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
২৯টি দেশে মুসলমানরা সংখ্যালঘু হলে তারা অত্যন্ত প্রভাবশালী। ২৮ টি দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। এসব রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, ইরান, ইরাক, মিশর, কুয়েত, মরক্কো, পাকিস্তান ও সৌদিআরব অন্যতম।
আসুন এবার জেনে নেই কোন কোন দেশের রাষ্ট্রধর্ম ইসলাম-
১) বাংলাদেশ, ২) সৌদিআরব, ৩) কুয়েত, ৪)ওমান, ৫) সংযুক্ত আরব আমিরাত, ৬) বাহরাইন, ৭) ইয়েমেন, ৮)মিশর, ৯) কাতার, ১০) মরোক্ক, ১১) সোমালিয়া, ১২) মালদ্বীপ, ১৩) মালয়েশিয়া, ১৪) লিবিয়া, ১৫) জর্ডান, ১৬) কোমোরোস, ১৭) আলজেরিয়া, ১৮) আফগানিস্তান, ১৯) ব্রুনাই, ২০) তিউনিসিয়া, ২১) ফিলিস্তিন, ২২) ইরাক, ২৩) ইরান, ২৪) জিবুতি, ২৫) মৌরিতানিয়া, ২৬) পাকিস্তান।
-এটি