বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


রকমারি ডটকমে সেরাদের তালিকায় শীর্ষে দুই ইসলামি প্রকাশনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডটকমের এক সমীক্ষায় দেখা গেছে, ১৪ হাজার প্রকাশনীর মাঝে শীর্ষ চারটির দুটি প্রকাশনীই ইসলামি ভাবধারার।

গত ৩০ জানুয়ারি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদুল হক সোহাগ এক ভিডিওতে এ তথ্য তুলে ধরেন। ইসলামি ভাবধারার প্রকাশনী দু’টি হলো গার্ডিয়ান পাবলিকেশন্স ও সমকালীন প্রকাশন।

প্রকাশনা জগতে দুটো প্রতিষ্ঠানই নবীন। গার্ডিয়ান পাবলিকেশন্স আলোচনায় আসে আরিফ আজাদের লেখা বেস্টসেলার বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ দিয়ে। ২০১৭- এর একুশে বইমেলায় এটি ছিল সর্বাধিক বিক্রিত বই।

এরপর ২০১৯-এর বইমেলায় সমকালীন প্রকাশন নিয়ে আসে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’। মেলা চলাকালীন মাত্র ৭ দিনে ৮ হাজার কপি বিক্রি হয় বইটির। কিন্তু প্রকাশনার হোল্ডিং নম্বর না থাকার ঠুনকো অভিযোগে মেলায় বইটির বিক্রি নিষিদ্ধ করা হয়।

এরপর দুটো প্রকাশনীই মৌলিক ও অনুবাদ বহু বই বাজারে নিয়ে আসে। প্রতিটি বই-ই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে।

https://www.facebook.com/rokomari/videos/471183880486787/

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ