শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায় ২০১৯’ পুরস্কার বিতরণী আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ৩টা থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

এতে পবিত্র রবিউল আউয়াল মাসজুড়ে আওয়ার ইসলামের আয়োজনে সিরাতুন্নাবী সা. কুইজ প্রতিযোগিতার ৩০ জন বিজয়ীকেও পুরস্কৃত করা হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে মহতি এ আয়োজনে দেশবরণ্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিক ও ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসা মদিনায়’ এর সকল অংশগ্রহণকারীসহ বিভিন্ন মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

দেশবরণ্য আলেমদের মধ্য থেকে উপস্থিত থাকবেন, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাকতাবাতুল আখতারের সত্ত্বাধিকারী ও দাঈ মাওলানা আহমাদ আলী, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রিন্সিপাল ও আল হাইয়াতুল লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, জামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী, বায়তুল আমিন জামে মসজিদের খতিব মাওলানা হাম্মাদুল্লাহ রাহমানী, দীনিয়াতের মাওলানা মুফতি সালমান আহমদ, ঢাকার খিলগাও মাখযানুল উলুমের প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম।

এছাড়াও আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন, নজরুল গবেষক কবি মহিউদদ্দিন আকবর, ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাওলানা শরিফ মুহাম্মদ, রকমারি ডটকমের হেড অফ কমিউনিকেশন এ্যান্ড মার্কেটিম মাহমুদুল হাসান সাদী, মাদানী কুতুবখানার সত্ত্বাধিকারী মুফতি আমিমুল ইহসান, মাকবাতুল ইসলামের সত্ত্বাধিকারী মাওলানা আহমদ গালিব,তাবাসসুম ট্যুরস এ্যান্ড ট্রাভেলসের পরিচালক মাওলানা মোশাররফ হোসেন মাহমুদ, আলেম সাংবাদিক গাজী সানাউল্লাহ রাহমানী, পাবলিক ভয়েজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মুফতি হাবিবুর রহমান মিছবাহ, বার্তা টোয়েন্টিফোর ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, আমার বার্তার সহকারী সম্পাদ মাসউদুল কাদির,  বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম, ইনসাফ সম্পাদক মাহফুজ খন্দকার,রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুহাম্মদ এহসানুল হক, দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক তানজিল আমির, ফাতেহ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইফতেখার জামিল, হালাল মিডিয়ার পরিচালক কবি সুলাইমান সাদী, শিল্পী আবু উবায়দা আসাদুল্লাহ প্রমুখ।

আরও উপস্থিত থাকবেন পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার বিচারক লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমেদ সেলিম রেজা ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।

‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতায় এবারে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে, প্রিয়নবীর রওজা মোবারক জিয়ারত ও পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি করে ‘বাই সাইকেল’। এছাড়া অন্য ১৭ জন প্রতিযোগিকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানে আওয়ার ইসলামের বর্ষসেরা প্রতিবেদকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে।

এ আয়োজনের টাইটেল স্পন্সরে রয়েছে তাবাসসুম টুরস অ্যান্ড ট্রাভেলস। পুরস্কার সহযোগিতায় আরও রয়েছে মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ