মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

সাহিত্য সাময়িকী কিশলয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

ইসলামি গবেষণা ও সাহিত্য সাময়িকী কিশলয়ের (২য় সংখ্যা ২০২০) মোড়ক উন্মোচন করা হয়েছে। কিশলয় পরিবারের উদ্যোগে চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার বার্ষিক সভার ১ম দিন ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) মোড়ক উন্মোচন করা হয়।

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরুণদের প্রতিভাকে মূল্যায়ন করা হলে আগামী দিনে তরুণরা নিজেদের মেধা দিয়ে বিশ্বজয় করে এদেশের সুনাম বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ তাহের আজিজী। সম্পাদক মাওলানা মুফতি আলতাফ হোসাইনের সভাপতিত্বে মাওলানা মফজল আহমদ ও মাওলানা আরিফুল মোস্তফাসহ কিশলয় পরিবারের সদস্যবৃন্দ

স্বাগত বক্তব্যে কিশলয় সম্পাদক মাওলানা মুফতি আলতাফ হোসাইন বলেছেন, রাত অতি প্রিয় একটি সময়। আল্লাহর নিকট; বান্দার নিকটও। এই সময় আল্লাহর অবারিত রহমতে হেসে ওঠে পৃথিবী পূর্ণিমার চাঁদের মতো। অনেক ফুল ফোটে খোশবো ছড়ায় । অনেক কিশলয় বিকশিত হয়। এমনই এক সময়ে প্রখ্যাত দাঈ আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়ার পবিত্র হাতে মোড়ক উন্মোচিত হওয়ায় "কিশলয়" সময়িকী পরিবার আনন্দিত।

পরিশেষে তিনি সকল অতিথি, উপস্থিত সাহিত্যানুরাগী ও সংবাদকর্মীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভাপতির সমাপনী বক্তব্য শেষে মোড়ক উম্মোচন অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে বার্ষিক সভার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ