শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু

ইসলাম নিয়ে কটূক্তি করা স্ট্যাটাস শেয়ার করে শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইসলাম ধর্মকে কটূক্তি করা ফেসবুক স্ট্যাটাসকে শেয়ার করার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

ওই শিক্ষকের নাম সুবীর দাস। তিনি আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের চরলারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত।

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি দেয়ার অভিযোগে সুবীর দাসকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ।

তিনি বলেন, ‘ফেসবুকে সুবীর দাসের শেয়ার করা একটি স্ট্যাটাস সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছিল। তার সেই স্ট্যাটাসের জেরে লালপুরে উত্তেজনা বিরাজ করছে। এর পর স্থানীয়দের অভিযোগ ও ঘটনার সত্যতা নিশ্চিতের পর সুবীর দাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি জাবেদ মাহমুদ।

তিনি বলেন, ‘সুবীর যেই স্ট্যাটাসটি শেয়ার করেছিল সেখানে ইসলাম ধর্মকে কটূক্তি করা হয়েছে।’

সুবীরকে আটকের পর লালপুরের বর্তমানে পরিস্থিতি শান্ত জানিয়ে জাবেদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় আমরা সজাগ রয়েছি। আইনশৃংখলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেজন্য লালপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল খায়ের বলেন, ‘ইসলাম ধর্মকে কটুক্তির জেরে ওই শিক্ষককে থানায় নিয়ে গেছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকা উত্তেজনা বিরাজ করলেও এখন পরিস্থিতি শান্ত। তবে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে জন্য সব মহলকে সচেতন থাকতে আহ্বান জানাই।’

বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনী দেখবে জানিয়ে তিনি বলেন, ‘এ নিয়ে গুজব ছড়িয়ে কেউ শান্তি বিনষ্ট করার অপচেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে আটক সুবীর দাসের বক্তব্য নেয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ