শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

আল্লামা আনোয়ার শাহর মৃত্যুতে শোকে ভাসছে সোশ্যাল মিডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক।।

দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকে না। ‘জন্মিলে মরিতে হয়’। এই জন্য মৃত্যু মুমিনের কাছে উপহার এবং মহান রবের সাথে মিলনের মাধ্যম। তবু কারও কারও মৃত্যু মেনে নেয়া খুব কষ্টের। কোন কোন মণীষার মৃত্যুতে ভারী হয়ে ওঠে পৃথিবীর আকাশ।

এই জন্যই বলা হয় ‘মাওতুল আলিমি, মাওতুল আলম’।  এমন মহান ইসলামি ব্যক্তিদের ইন্তেকাল আমাদের পরকালের কথা আরও প্রবলভাবে মনে করিয়ে দেয়। তাদের মৃত্যুতে জন-মনে নেমে আসে শোকের ছায়া।

আজ বিকেলে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলইহির মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায়ও নেমে এসেছে শোকের ছায়া। প্রায় সকল ইসলামি ব্যক্তিত্বই নিজ নিজ ওয়ালে শোকের পোস্ট শেয়ার করেছেন।

বিশিষ্ট লেখক ও সম্পাদক শরিফ মুহাম্মদ লিখেছেন, ‘আল্লাহ, তুমি তোমার এই প্রিয় বান্দাকে জান্নাতের উঁচু মাকাম দান করো’।

সাংবাদিক, ইমাম ও খতিব আলি হাসান তৈয়ব লিখেছেন, ‘থেমে গেল বয়োবৃদ্ধ শায়খের এক জওয়ান কণ্ঠ। বিশুদ্ধ বাংলার সঙ্গে যার মধুর তেলাওয়াত মুগ্ধতা নিয়ে শুনতাম। নামের মতো চলনে-বলনেও যার শাহ তথা শাহিভাব টানত আমাকে। কুমিল্লা, হবিগঞ্জের পর কিশোরগঞ্জের রত্ন— চলে গেলেন উম্মতের তিন কাণ্ডারি। আমাদের মুরুব্বিশূন্যতা কেবল বাড়ছে। থেকে যাচ্ছি আমরা কলহবাজ অকর্মারা। মাবুদ তুমি সহায় হও জীবিত ও মৃতদের!’

সাইন্স ল্যবরেটরি সাইন্স মসজিদের ইমাম ও খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফী  লিখেছেন, ‘দেশের প্রথম সারির একজন মুরুব্বী,আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম এবং বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতের উঁচু মাক্বাম দান করুন। আমিন’।

জামেয়া আবু বকর সিদ্দিকের সিনিয়র শিক্ষক মাওলানা রেজাউল করিম আবরার লিখেছেন, ‘আহ! আব্বাজান রাহিমাহুল্লাহ এর হাতেগড়া ছাত্রদের মাঝে অন্যতম ছিলেন আল্লামা আযহার আলি আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ৷ পারিবারিকভাবে খুব কাছাকাছি ছিলাম আমরা৷ আব্বাজান রাহিমাহুল্লাহ এর কারণে আমাদের "ভাই" বলে ডাকতেন৷

আজ তিনি চলে গেলেন৷ একজন সচেতন, তীক্ষ্ম মেধার অধিকারী মুহাক্কিক রাহবারকে আমরা হারালাম৷ আল্লাহ শাহ সাহেবের জীবনের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিন৷ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন!’

তরুণ সঙ্গীত শিল্পী আবু উবাইদা লিখেছেন, ‘বুকের ভেতরটা কেমন জানি করে উঠলো! হুজুর আর নেই! হুজুর আর নেই! আল্লাহ, তুমি আমাদের হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো! আমিন’

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ