শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

আল্লামা বাবুনগরী রচিত বই 'তাওহিদ ও শিরক' এর মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ জামেয়া আহলিয়া হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী রচিত আরবি বই 'তাওহিদ ও শিরক' এর মোড়ক উন্মোচন শুক্রবার ঢাকার মাতুয়াইল আলনূর এডুকেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আলনূর কালচারাল সেন্টার 'তাওহিদ ও শিরক' বইটি প্রকাশ করে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ঈমান ও তাওহিদ মুসলিম অস্তিত্বের ভিত্তিমূল। তাওহিদের প্রতি নিবেদিত আমাদের জীবন ও মরণ। 'তাওহিদের প্রতি আহ্বান ও শিরক থেকে সাবধান' এই কর্মসূচিতে বিশ্ব মুসলিম এক ও অভিন্ন।

বইটি প্রকাশের জন্য মাওলানা বাবুনগরী আলনূর সেন্টারকে ধন্যবাদ জানিয়ে এর উত্তোরত্তর সফলতা কামনা করেন।

আলনূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেন, বাংলাদেশী উলামা ও আরবি সাহিত্যিকদের রচনা আরব দেশে উল্লেখযোগ্যহারে পৌঁছেনি। এই শুন্যতা পূরণে আলনূর সেন্টার এ উদ্যোগ নিয়েছে। আল্লামা বাবুনগরীর বই প্রকাশের মাধ্যমে এর উদ্বোধন হল। হজরতের দোয়া ও সকলের সহযোগিতায় এধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এতে সভাপতিত্ব করেন আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক মুফতি সালমান। মুখ্য আলোচক ছিলেন আলনূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর।

এছাড়াও উপস্থিত ছিলেন- উত্তরা দারুল ইরফান পরিচালক মাওলানা রাকিবুর রহমান, মাদরাসাতুল মাআরিফ ঢাকার ভারপ্রাপ্ত মুদির মাওলানা খালেদ সাইফুল্লাহ, দ্বীনিয়াত বাংলাদেশের সহকারী পরিচালক মাওলানা আবু আদনান নোমান কাসেমী প্রমুখ। প্রধান অতিথিকে অভিনন্দনপত্র প্রদান করেন মাওলানা ফরহাদ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ