বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

প্রকাশ হচ্ছে 'জীবন ও কর্ম: ফাতিমা রা.', চলছে প্রি অর্ডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামের আলোতে পৃথিবী আলোকিত হয়ে ওঠার যে ইতিহাস, রাসূল ‎সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে পৃথিবী সভ্য হয়ে ওঠার যে ‎ইতিহাস, কুরআনের জ্ঞানে পৃথিবী শিক্ষিত হয়ে ওঠার যে ইতিহাস—‎‎সেখানে লেখা আছে জান্নাতী নারীদের নেত্রি নবীকন্যা ফাতিমা রাযিয়াল্লাহু ‎আনহার অবদান।

লেখা আছে তাঁর অপরিসীম ভূমিকার কথা; তার অকল্পনীয় ‎ত্যাগ-সাধনার গল্প; তার অসীম বীরত্বের কাহিনী। তিনি এমন এক মহীয়সী ‎নারী—যার সমতুল্য সৌভাগ্যের অধিকারী কোনো রমণী আগেও যেমন ‎পৃথিবীতে ছিল না, পরেও আর আগমনের কোনো সুযোগ নেই। তিনি ‎একজন মানুষ ছিলেন—কোনো ঐশ্বরিক অবতার ছিলেন না। নবীকন্যা ‎হিসেবে তিনি ছিলেন মুমিনদের জন্য আদর্শ, এ উম্মতের জন্য এক ‎অবিস্মরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব।

তবে এক শ্রেণির মানুষ তার নামে নানা ‎গল্প-গুজব ও মিথ্যা ইতিহাস বর্ণনা করেছে। এ থেকে উত্তরণ, নিজের ‎আকীদা-বিশ্বাস সঠিক করা এবং ইসলামের শ্বাশত সত্য-সুন্দর ও শান্তিময় ‎পথে জীবনকে পরিচালিত করার জন্য তার জীবনী পড়া আবশ্যক। এ গ্রন্থে ‎ফাতিমা রাযিয়াল্লাহু আনহার যাপিত জীবনের পাশাপাশি তার সম্পর্কে রচিত ‎বিভিন্ন মিথ্যা বর্ণনা ও অপবাদ খণ্ডন করা হয়েছে। সম্ভবত এ অসাধারণ ‎গ্রন্থটি পাঠ না করে থাকলে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসই আপনার ‎অজানা থেকে যাবে।

লেখক পরিচিতি

বর্তমান আরব জাহানের খ্যাতিমান, প্রথিতযশা এক লেখকের নাম আব্দুস সাত্তার আশ-শায়খ। ১৯৫৫ খৃষ্টাব্দে তিনি সিরিয়ার দামেশকে জন্মগ্রহণ করেন। প্রাথমিক পড়াশোনার পর ১৯৮০ সনে দামেশক ইউনিভার্সিটি থেকে বায়োলজি ও ২০০৩ সনে বৈরুতের ইমাম আওযায়ী কলেজ থেকে ইসলামী অনিষদে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

যে সব মনীষা থেকে তিনি জ্ঞানের সুধা পান করেন, তাদের মাঝে উল্লেখযোগ্য হলেন, বিশিষ্ট ঐতিহাসিক মুহাম্মদ আলী দাওলাহ, শায়খ আব্দুল জলীল আমীর, ফকীহ মুহাম্মদ আসফার, ভাষাবিদ নায়েফ আব্বাস, শায়খ আব্দুল কাদের আরনাউত এবং শায়েখ শুয়াইব আরনাউত।

তিনি দীর্ঘ ৩২ বছর দুবাইয়ের শিক্ষা মন্ত্রণালয়ে অধীনে অধ্যাপনায় থাকার পর ২০১৫ সনে রিটায়ার্ড গ্রহণ করেন। এখন তিনি লেখালেখি সহ গবেষণামূলক কাজে সম্পুর্নরুপে নিজেকে ব্যস্ত রেখেছেন। ১৯৭৫ সন থেকেই তিনি দামেশকের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান দারুল কলমের সম্পাদনা ও প্রকাশনা বিভাগে কাজ করে আসছেন।

অর্ডার করতে ক্লিক করুন 

খোলাফায়ে রাশেদা সিরিজ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরাইরা রা., ইবনে হাজার, ইমাম বুখারী রহ. এর জীবনী সহ তিনি বেশ কিছু জীবনালেখ্য ও গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। ইতিমধ্যেই যার সবগুলোই পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

এক নজরে বই

মূল লেখক : আব্দুস সাত্তার আশ-শায়খ
অনুবাদ : মাওলানা মঈনুদ্দীন তাওহীদ
সম্পাদনা : মুহাম্মাদ আদম আলী
পৃষ্ঠা ৩১২; হার্ড বাইন্ডিং; ৮০ গ্রাম অফসেট কালার
ISBN : ‎978-984-94322-2-7‎
প্রথম প্রকাশ : জানয়ারী ২০২০
প্রচ্ছদ মূল্য: ৫০০
প্রি-অর্ডারের বিশেষ মূল্য- ২১০

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ