মুক্তিযুদ্ধ
কাওসার আইয়ুব
কেমন করে বললো আমায়
চোখ রাঙ্গিয়ে তীব্র চাওয়ায়
পারবে কি তুই লড়তে তবে
দেশটা কে আজ গড়তে?!
শক্ত হয়ে তেড়ে উঠি
তীব্র ঝড়ের বেগে ছুটি
একাত্তরের বিজয় নিয়ে
ফিরি দেশে শান্তি নিয়ে।
জমাট রক্ত টগবগিয়ে
ভীষণ ছুটে ফিনকি দিয়ে
লাল সবুজের বাংলা নিয়ে
বাজাই বাঁশি দুখ ভুলিয়ে।
বিজয়
বাংলা আমার দেশের ভাষা
বাংলা আমার গান
বাংলা নিয়ে গর্ব করে
শত কোটি প্রাণ।
বায়ান্নতে বাংলা বিজয়
একাত্তরে দেশ
দু'য়ে মিলে গড়ে আমার
সোনার বাংলাদেশ।
ভালবাসি দেশকে আমি
ভালবাসি ভাষা
বিজয় সুখে কাটবে জীবন
শহিদানের আশা।
আরএম/