সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

ওয়েব সিরিজে ঈসা আ.-এর চরিত্র 'বিকৃতি', বিশ্বজুড়ে নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ।।

মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স নবি হজরত ঈসা আ.-কে নিয়ে বিতর্কিত দু’টি ওয়েব সিরিজের ট্রেইলার প্রকাশের পর থেকে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। কমতে শুরু করেছে তাদের সাবস্ক্রাইবার। ইতোমধ্যেই আনফলো করেছে বিশ্বের হাজারো মুসলিম ও খ্রিস্টান অনুসারীরা।

জানা যায়, সম্প্রতি মার্কিন এ বিনোদনধর্মী প্রতিষ্ঠান ওয়েব সিরিজ ‘মাসিহ’তে নবি ঈসা আ. কে দাজ্জালের স্থানে রেখে চিত্রিত করেছে। অন্যদিকে ক্রিসমাস স্পেশাল মুভি ‘দ্য ফার্স্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট’ এ নেটফ্লিক্স ঈসা নবিকে সমকামী হিসেবে উপস্থাপন করেছে।

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘মাসিহ’ তে মধ্যপ্রাচ্যের সিরিয়ার বিভিন্ন জায়গায় তাকে দেখা যায়। অশ্চর্যসব কাণ্ড করে বেড়ায় সে। দেশজুড়ে ধর্মীয় আন্দোলনের ডাক দেন তিনি। মানুষ তার অলৌকিক কাণ্ড দেখে হতবাক হয়। মানুষ দেখে কখনো সে পানির উপর হাঁটছে, কখনো বাতাসের প্রচণ্ড ঝড় তৈরি করছে। কখনো সে আকাশে উড়ছে।

এসব দেখে মানুষ তার ভক্ত হতে শুরু করে। সরকার এটাকে দেশের অবস্থার অবনতি হিসেবে দেখে তাকে গ্রেফতার করে। কিন্তু সে জেলখানা থেকে হাওয়া হয়ে যায়। এভাবে মাসিহ নাম দিয়ে তার মাধ্যমে দাজ্জালের কিছু নমুনা দেখিয়ে নেটফ্লিক্স ঈসা আ. কে দাজ্জালের রূপ দেয়ার চেষ্টা করছে বলে অনেকেই অভিযোগ করছে।

টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে এ সিরিজগুলো নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছে কয়েকটি সংগঠন।

হিদায়াতি নামে একজন লিখেছেন, ‘নেটৈফ্লিক্স অসম্ভব মিথ্যা সিরিজ রচনা করছে। দাজ্জাল একজন মাসিহ কখনোই নয়। তারা ভুল ধারণা দিচ্ছে মানুষকে। বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

‘অথচ যিশু (হযরত ঈসা আ.) একজন নবি। তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আর দাজ্জাল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ঈসা আ. মানুষকে সত্য পথ দেখাবে, আর দাজ্জাল মানুষকে পথভ্রষ্ট করবে। সুতরাং নেটফ্লিক্সের এ ধরণের মিথ্যা সিরিজ তৈরি থেকে বিরত থাকা উচিত।’ যোগ করেন হিদায়েতি।

মার্কিন বিনোদনধর্মী এ প্রতিষ্ঠান তাদের অন্য আরেকটি ওয়েব সিরিজ ‘দ্য ফার্স্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট’ এ নবি ঈসা আ. কে সমকামী হিসেবে উপস্থাপন করার মত দু:সাহস দেখিয়েছে।

খৃস্টানরা মুভির নির্মাতা গ্রুপকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোরও হুমকি দেয়। ১.৪ মিলিয়নেরও বেশি মানুষ নেটফ্লিক্সকে মুভিটি সরিয়ে নেয়ার জন্য একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করে। পরে মুভিটির নির্মাতা গ্রুপ ‘পোর্টা ডস ফান্ডোস’ দুঃখ প্রকাশ করে। নেটফ্লিক্স থেকে তাদের মুভিটি সরিয়ে দেয়ার কথা বলে।

পাকিস্তানি পত্রিকা প্রো পাকিস্তানের বরাতে জানা যায়, নবি ঈসা কে নিয়ে এর আগেও নেটফ্লিক্স বিতর্কিত মুভি তৈরি করেছিলো। দ্য এক্সোরিস্ট ও দ্য ওম্যান এর অন্যতম।

সূত্র:দ্যা মুসলিম ইনফরমেশন, প্রো পাকিস্তান।

-এটি/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ