শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ইস্তেকবালি বয়ানের মাধ্যমে ময়মনসিংহ তাবলিগের জোড় ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

আসন্ন বিশ্ব ইজতিমাকে সামনে রেখে ১৮ জেলার তিন চিল্লার তাবলিগী সাথীদের নিয়ে আজ সকাল সাড়ে ৯ টায় ময়মনসিংহের আকুয়া মারকাজের নির্ধারিত স্থানে জোড় ইজতেমা শুরু হয়েছে।

ময়মনসিংহ মারকাজের শুরার সাথী মাওলানা কাজি হাসান মাহমুদ আওয়ার ইসলামকে জানান, সকাল ৯ টা ৩০ মিনিটে পাকিস্তানের শুরার আলেম মাওলানা আব্দুর রহমানের ইস্তেকবালি বয়ানের মাধ্যমে জোড় শুরু হয়।

ঢাকা থেকে  হয়েছেন মাওলানা রবিউল হক, মাওলানা ফারুক আহমাদ, মাওলারনা আব্দুল মতিন ও ভারত থেকে মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইউনুস এবং পাকিস্তান থেকে মাওলানা জিয়াউল হক, মুরুব্বি হাজী হাসমত উল্লাহ্ প্রমুথ এ জোড়ে উপস্থিত হয়েছেন।


জোড়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশ কন্ট্রোল রুমের এস আই,খলিলুর রহমান জানান, জোড় উপলক্ষে অত্র এলাকা সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে আনা হয়েছে। স্থাপন করা হয়েছে অসংখ্য সি সি ক্যামেরা। সেই সাথে বাংলাদেশ পুলিশের সঙ্গে বাংলাদেশ র্যাব, এবং বিজিবিও সক্রিয় অবস্থানে আছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহজাহান কবির আওয়ার ইসলামকে জানান, জোড়ে অংশগ্রহণকারী সাথীদের কোন ধরণের  শারীরিক অসুস্থতা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছি। আমরা এখানে ময়মনসিংহ সিভিল সার্জন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বি.ডি.এম.এ) এর যৌথ উদ্যোগে মেডিকেল টিম স্থাপন করেছি।

এ জোড়ে যেসব জেলার সাথীরা অংশ নিয়েছেন- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার জোড় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি ও ইজতেমা উপলক্ষে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব ইজতেমার সফলতার জন্য পরামর্শ ও দিক-নির্দেশনা দেওয়া হয়। শুধুমাত্র আলেম-ওলামা ও তাবলিগে তিন চিল্লা সম্পন্নকারীরা এ জোড়ে অংশগ্রহণ করতে পারেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ