রকিব মুহাম্মদ ।।
চলতি মাসের শুরুতে শোবিজ জগতকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আলোচিত পাকিস্তানি অভিনেত্রী-গায়িকা রাবি পিরজাদা। সাথেসাথে বিগত জীবনে তার থেকে ঘটে যাওয়া গোনাহ থেকেও তাওবা করেছেন তিনি। রাবি নিজের যাবতীয় পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আমি রাবি পিরজাদা শোবিজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমার সব পাপ ক্ষমা করুন এবং মানুষের মনে আমার প্রতি যে রাগ জমা হয়েছে, তাও যেন কিছুটা কম হয়।’
পাকিস্তানী গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রল করার কয়েক সপ্তাহ পরে, রবি পিরজাদার অন্তরঙ্গ ছবি ও দুটি ব্যক্তিগত ভিডিও অনলাইনে ফাঁস হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনার সৃষ্টি হয়। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করার কথা ভাবেন তিনি।
সদ্য দীনের পথে ফিরে আসা রবি পীরজাদা তার ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার পরে এতটাই হতাশাগ্রস্ত হয়েছিলেন যে তিনি আত্মহত্যা করার কথা ভাবছিলেন। তবে তিনি দেশটির অন্যতম দাঈ ও মুসলিম স্কলার মাওলানা তারিক জামিলের কাছ থেকে আধ্যাত্মিক দিকনির্দেশনা পেয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রবি পিরজাদাকে মাওলানা তারিক জামিলের কাছ থেকে আধ্যাত্মিক দিকনির্দেশনা নেওয়ার পরামর্শ দেন। পরে তিনি মাওলানা সঙ্গে লাহোরে সাক্ষাত করেন।
এক ব্যক্তি টুইটে জানিয়েছেন, "রাবি পীরজাদা যখন মাওলানার কাছে এসেছিলেন, তার চোখে অশ্রু ছিল এবং হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, তারিক জামিল সাহেব! আমি কখনো মদ পান করিনি, ধুমপান করিনি, আমি সবসময় একজন ভাল মুসলিম হওয়ার চেষ্টা করেছি। আমি কীভাবে সবার মুখোমুখি হব? "
মাওলানা সব শুনে বললেন, ‘কোন চিন্তার দরকার নেই এবং হতাশ হওয়ার দরকার নেই। আমরা মানুষ তাই আমরা ভুল করেছি এবং আল্লাহ আমাদের জন্য তাওবার রাস্তা খুলে রেখেছেন। এক বার তাকে বলুন , '' ইয়া আল্লাহ! আমার তওবা ...! তিনি সমস্ত গুনাহ ক্ষমা করবেন। কারণ তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তার তওবার দরজা সবসময়ের জন্যই খোলা।
মাওলানা তারিক জামিলের সাথে কথা বলে রাবি পীরজাদা স্বস্তি পান। সাথেসাথে আল্লাহর দরবারে ক্ষমা চান এবং পুরো জীবন দীনের পথে চলার প্রতিজ্ঞা করেন। পরে গত বৃহস্পতিবার ভাইরাল হওয়া নতুন এক ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরে ধর্মীয় দায়িত্ব পালনে মনোনিবেশ করার জন্য বিনোদন শিল্প ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি আবারও তুলে ধরছেন রবি পীরজাদা।
তিনি বলেন, "আমার ভুলগুলি আমার এবং আমার স্রষ্টার মধ্যে রয়েছে। আমি আল্লাহর কাছে অপরাধী। আর আল্লাহ অন্তরের খবর জানেন। ”
পীরজাদা বলেন, তার ভিডিও ফাঁস হয়েছিল তখন প্রচুর মানুষ কাজ নিয়ে আসলেন। ফিল্ম, টেলিভিশন বিজ্ঞাপন, কনসার্ট এবং অন্যান্য ব্যক্তিগত ইভেন্টগুলির জন্য আমাকে নেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেল।প্রচুর মহিলা আমাকে সমর্থন ও সুরক্ষার প্রস্তাব করলেন। অনেকে আমাকে আশ্বাস দিয়েছিলেন যে, কেউ আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারবে না। বলেছিলেন, ‘মিটু’র কথা। ‘আমার শরীর, আমার ইচ্ছা’ সংস্কৃতির কথা। কিন্তু আমি তো জানি, আমার শরীর তবে ইচ্ছেটা আমার নয় বরং আল্লাহর।”
পীরজাদা জানান, এমন মানুষদের সাথেও তিনি দেখা করেছেন যারা নিঃস্বার্থভাবে তাকে সহায়তা করেছিল এবং তারা তার সাহায্য করার জন্য প্রেরিত ফেরেশতার মতো ছিল। তিনি আরও জানান, বর্তমানে তার জীবনের অর্থ কেবলই ‘ধর্ম’। তিনি আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিয়েছেন।
ভিডিওতে তিনি নিজের ও কাশ্মীরের মুসলিমদের জন্য দোয়া কামনা করেন। আল্লাহ তায়ালা এই নারীকে জীবনকে তার পথে পরিচালনা করার তাওফিক দিন।
আরএম/