বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


উজবেকিস্তানে তৈরি হচ্ছে ভূতাত্ত্বিক প্রাকৃতিক পার্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উজবেকিস্তানের কিতাব জেলায় ভূতত্ত্বের জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছে এ মুসলিম দেশটির মন্ত্রণালয়। মন্ত্রিসভার খসড়া আলোচনার পর এ বিষয়টি নির্ধারিত হয়।

উজবেকিস্তানের গণমাধ্যম দ্যা ইসলামুজ এর প্রতিবেদন জানায়, উজবেকিস্তান প্রজাতন্ত্রের ভূতত্ত্ব এবং খনিজ সম্পদ সম্পর্কিত স্টেট কমিটি, পরিবেশ ও পর্যটন বিকাশ করার লক্ষ্যে কিতাব রাজ্য ভূতাত্ত্বিক প্রাকৃতিক পার্ক তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়।

কাশকদারিয়া অঞ্চলের কিতাব জেলা ন্যাশনাল জিওলজিকাল পার্কে পরিণত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। কারণ এলাকাটি নৈশর্গীকতায় ভরা। আল্লাহর অপার করুণা আর প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুহিত করে।

রাজ্য ভূতাত্ত্বিক কমিটি এবং অন্যান্য মন্ত্রনালয় ২০২০ সালের মধ্যে এ কাজ সম্পূর্ণ করার ঘোষণা দেয়। তারা জানায়, মুসলিম দেশ হিসেবে আমরা পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বের দরবারে আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক সোন্দর্য উপস্থাপন করতেই অমাাদের এ প্রয়াস।

ইসলামুজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ