শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যেই চার যময পুত্র সন্তান জন্ম দিলেন এক ফিলিস্তিনি মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

গত তিন দিনে গাজা উপত্যকায় অন্তত ৩৪ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

ইহুদি কতৃক মুসলিম নিধনের কঠিন এ দু:সময়ে দারুণ এক সুখবর নিয়ে এসেছে গাজার এক দম্পতি; তাদের কোল আলোকিত করে জন্ম লাভ করেছে চার যময পুত্র সন্তান।

ফিলিস্তিনের প্রভাবশালী গণমাধ্যম ওয়াফা নিউজ এসেন্সি জানিয়েছে, শুক্রবার গাজা উপত্যকার মাহমুদ ইয়াহইয়া আল খতিবের স্ত্রী গাজার পশ্চিমাঞ্চলীয় একটি হাসপাতালে একইসঙ্গে যময চারজন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সন্তান-সকলেই পরিপূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা যায়।

এদিকে একইসঙ্গে চার পুত্র সন্তানের পিতামাতা হতে পেরে দারুণ উচ্ছসিত মাহমুদ ইয়াহইয়া ও তার স্ত্রী। মহান আল্লাহর এমন প্রসংশনীয় দানে তারা তাঁর নিকট হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা।

সূত্র: ওয়াফা নিউজ

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ