শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মাকতাবাতুল হেরার সীরাত বিষয়ক বইয়ে বিশেষ মূল ছাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অভিজাত প্রকাশনী মাকতাবাতুল হেরা রবিউল আওয়াল মাস উপলক্ষ্যে সীরাত বিষয়ক বইয়ে বিশাল মূল্য ছাড় দিয়েছে।

মাকতাবাতুুল হেরার পরিচালক মুফতি হাবিবুল্লাহ মেসবাহ আওয়ার ইসলাম টোয়েন্টিফোরকে জানান, মাহে রবিউল আওয়াল মাস জুড়ে চলবে আমাদের এ আয়োজন। সীরাত বিষয়ক মূল্যবান ১২টি গ্রন্থ একত্রে ১৭০০ টাকা করা হয়েছে। গ্রন্থগুলোর মুদ্রিত মূল্য ৪৩০০ টাকা।

সীরাতে এ মাসে আমরা মানুষের সহজলভ্যতার চিন্তা করে এ আয়োজন করেছি। আশা করি পাঠকদের ভালো লাগবে। আর বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই সীরাত সম্পর্কে লিখিত বইগুলো মানুষের হাতে হাতে পৌঁছে যাক।

হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবুওয়াত ও রিসালাতের সর্বশেষ ধারক এবং মানবজাতির সর্বশ্রেষ্ঠ অভিভাবক। তিনি আবির্ভূত হয়েছিলেন ইতিহাসের সবচেয়ে অন্ধকার যুগে।

যে যুগে মানুষে পশুতে কোনো ভেদাভেদ ছিল না, দুর্বল ও অসহায়ের কোনো অধিকার ছিল না, পৃথিবীর কোনো দেশে ও জনপদে ন্যায়সম্মত কোনো শাসনব্যবস্থা ছিল না। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিগভ্রান্ত মানবতাকে আলোর সন্ধান দিয়েছিলেন; অন্যায়-অত্যাচারে নিমজ্জিত মানবকাফেলাকে তিনিই সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছিলেন। তিনিই হলেন সাইয়েদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন।

তার জীবন সম্পর্কে জানতে অবশ্যই পাঠ করা উচিত সীরাতে নববি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

মাকতাবাতুল হেরার বিশেষ আয়োজনের বইগুলো হলো-

০১। নববী আদর্শে সুখী হোন (Enjoy Your Life), মূল: ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফি, অনুবাদ: মাওলানা আবদুল আলীম, সম্পাদনা: মাওলানা যাইনুল আবিদীন,
প্রচ্ছদ: হামীম কেফায়েত, মূল্য: ৩০০ টাকা।

০২। আলাইকুম বিসুন্নাতি, মূল: মুফতি আবদুল হাকিম সাখরাবী রহ., অনুবাদ : আবু শিফা মুহাম্মদ আবদুল কুদ্দুস, সম্পাদনা: মাওলানা আহসান ইলিয়াস, প্রকাশক: মাকতাবাতুল হেরা
প্রচ্ছদ: হামীম কেফায়েত, মুদ্রিত মূল্য: ১২০।

০৩। শানে রিসালাত, মূল: শহিদ জিয়াউর রহমান ফারুকী রহ., অনুবাদ: সিরাজুল ইসলাম, সম্পাদনা: আহসান ইলিয়াস, প্রকাশনা: মাকতাবাতুল হেরা, প্রচ্ছদ: হামিম কেফায়েত, বিক্রয়মূল্য: ২৫০ টাকা।

০৪। নবীয়ে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল: আবুল হাসান আলী নদবী রহ., অনুবাদ: আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ.।

০৫। সীরাতে রাসুলে আকরাম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), মূল: সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ., অনুবাদ: আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ., প্রকাশনা: মাকতাবাতুল হেরা, প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ, মূদ্রিত মূল্য: ৪০০ টাকা।

০৬। নাঙ্গা তলোয়ার, মূল: মুফতি মুহাম্মদ তাকী উসমানী দা. বা., অনুবাদ: মুফতি মুহাম্মদ হেদায়াতুল্লাহ,

০৭। মহানবী সা.-এর প্রতিরক্ষা কৌশল, মূল: মেজর জেনারেল আকবর খান, অনুবাদ: আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ.।

No photo description available.

০৮। ছোটদের সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল: সাইয়েদ আবুল হাসান আলী নদবী রহ., অনুবাদ: হা-মীম যুবায়ের, পৃষ্ঠাসংখ্যা: ২৬৪, কোয়ালিটি: ক্রিম কালার অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং, মূল্য: ১৪০ টাকা।

০৯। সীরাত ও মিলাদের ব্যবধান, মূল: মাওলানা জিয়াউর রহমান ফারুকী রহ., অনুবাদ: মাওলানা মনযূরুল হক, প্রকাশনা: মাকতাবাতুল হেরা, প্রচ্ছদ: হামীম কেফায়েত, মুদ্রিত মূল্য: ১২০।

১০। উসওয়ায়ে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল: ডা. মুহাম্মদ আবদুল হাই আরেফী রহ., অনুবাদ: মাওলানা আহসান ইলিয়াস, প্রকাশক: মাকতাবাতুল হেরা, প্রচ্ছদ: হামীম কেফায়েত, মুদ্রিত মূল্য : ৭০০ টাকা মাত্র।

১১। মাসআলায়ে খতমে নবুওয়াত, মুফতি মুহাম্মদ শফি রহ. অনুবাদ: মাওলানা আহসান ইলিয়াস, প্রকাশক: মাকতাবাতুল হেরা, প্রচ্ছদ: হামীম কেফায়েত
মুদ্রিত মূল্য: ১২০।

১২। আদর্শ শিক্ষক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল: শায়েখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ., অনুবাদ: মাওলানা আবদুল আলীম।

বই ক্রয় করতে যোগাযোগ করুন- ০১৯৫৫-২৪২৫২২, ০১৯৬১-৪৬৭১৮১।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ