শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


শরিয়তের দৃষ্টিতে গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি শরিয়তে গায়েবানা জানাজা নেই। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবী বিভিন্ন স্থানে ইন্তেকাল করেছেন, শহিদ হয়েছেন। এতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়েছেন, অশ্রুসিক্ত হয়েছেন কিন্তু গায়েবানা জানাজা আদায় করেননি। সাহাবা, তাবেয়িন, তাবে-তাবেয়িন থেকেও গায়েবানা জানাজার প্রমাণ পাওয়া যায় না।

হাবশি বাদশা নাজাশি এবং আরও এক দুইজন সাহাবির ঘটনা থেকে গায়েবানা জানাজার অবকাশের ধারণা হয়। কিন্তু একেতো এতসব সাহাবার বিপরীতে কয়েকজনের কথা প্রমাণ হতে পারে না। তার উপরএইসব ঘটনার বিশেষ কারণ ছিল, যেগুলো নিরপেক্ষভাবে গবেষণা করলে, ওইসব ঘটনাবলি থেকে গায়েবানা জানাজা প্রমাণিত হয় না।

তাই কেনা কোন মাজহাবে বিশেষ শর্তসাপেক্ষে গায়েবানা জানাজা জায়েজ হলেও মালেকি এবং হানাফি মাজহাবে এর কোন সুযোগ নাই। বিশেষত একবার জানাজা হয়ে যাওয়া মৃতের গায়েবানা জানাজা কোন মাজহাব মতেই জায়েজ নেই।

সূত্র: কাফন-দাফনের মাসআলা-মাসায়েল-মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ