রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ।। ২৫ কার্তিক ১৪৩১ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


জাতীয় হিফজুল কুরআর প্রতিযোগিতায় অংশ নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষুদে হাফেজদের সন্ধানে, মেধা বিকাশের প্রত্যয়ে মিনহাজুল উলূম আল-ইসলামিয়া মাদরাসার উদ্যোগে এই প্রথম জাতীয় হিফজুল কুরআর প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৮ নভেম্বর  মিনহাজুল উলূম আল-ইসলামিয়া মাদরাসার মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী: ১. আগ্রহী প্রতিযোগীর বয়স অবশ্যই অনুর্ধ্ব ১৪ হতে হবে। ২. আগ্রহী প্রতিযোগীকে নিকটস্থত প্রতিনিধি থেকে ১০০ টাকা মূল্যের ফরম সংগ্রহ করতে হবে। ফরমের সাথে পাসপোর্ট সাইজ ২ কপি ছবি ও জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে। ৩. আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কোন প্রতিযোগী অংশ গ্রহন করতে পাবে না।

রেজিস্ট্রেশনের জন্য বিভাগীয় যোগাযোগ: ঢাকা- ০১৭৫৭১০০৪৫১, ০১৯৫৪৭৯৫১৭৭, চট্টগ্রাম- ০১৮৩৭৩৪২৭৫১, ময়মনসিংহ- ০১৬৭৫১৪৫৩৭৯, বরিশাল- ০১৭৫৪৯৭৭৯৬০, খুলনা- ০১৬৪১৮২৩৮৯৮, রাজশাহী- ০১৭৭১১০৫২৬৫, সিলেট- ০১৭১১১৯৬৭৯১, রংপুর- ০১৭১১৩৪৭৮৭৬।

১৩ ডিসেম্বর শুক্রবার বাদ এশা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও পাগড়ী প্রদান করা হবে।

পুরস্কার: ১ম পুরস্কার, ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট। ২য় পুরস্কার, ঢাকা টু সিলেট এয়ার টিকিট। ৩য় পুরস্কার, ঢাকা টু রাজশাহী এয়ার টিকিট বা সব পরিমান অর্থ। বিজয়ী চতুর্থ থেকে ১৫জন কে নগত অর্থ প্রদান। পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য রয়েছে সম্মাননা ক্রেস্ট।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ