মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

জবাইয়ের সময় 'বিসমিল্লাহ' বলা; দু'টি গুরুত্বপূর্ণ মাসয়ালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রথম মাসয়ালা- প্রশ্ন: যদি কোনো মুসলমান অন্য কোনো নিয়তে ‘বিসমিল্লাহ’ বলে জবাই করে। তাহলে এ পশু খাওয়া জায়েজ হবে কি?

উত্তর: জবেহের নিয়ত ছাড়া অন্য নিয়তে ‘বিসমিল্লাহ’ বলে জবেহ করলে সেই পশু খাওয়া জায়েজ হবে না। (ফতোয়ায়ে শামি: ৯/৪৪৯)

দ্বিতীয় মাসয়ালা-  প্রশ্ন: পশু বেশি শক্তিশালী হওয়ার ফলে কয়েকজন মিলে জবেহ করলে, তাদের সবারই কি বিসমিল্লাহ বলা ওয়াজিব? না কোনো একজন বিসমিল্লাহ বললেই চলবে?

উত্তর: জবেহের কাজে অংশীদার ব্যক্তির বিসমিল্লাহ বলা ওয়াজিব। জবাইয়ে শরিক ব্যক্তি ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে জবাইকৃত পশু হারাম হয়ে যাবে। তবে যারা পশুকে ধরাশায়ী করার জন্য সাহায্য করে, তাদের জন্য বিসমিল্লাহ বলা ওয়াজিব নয়। (ফতোয়ায়ে শামি: ৯/৪৮২, জাদিদ ফিকহি মাসায়িল২/২৩৪

ফতোয়া প্রদানে- ইফতা বিভাগ, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি, ঢাকা। 

-ওএএফ/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ