শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ইসলামের পথ যেভাবে খুঁজে পেলো একজন গ্যাংস্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

আবদুর রহমান আবদুল্লাহ। তিনি কখনই ভাবতে পারেননি আদম নামে অপরিচিত  এক ব্যক্তির সাথে অল্প সময় কাটিয়েই শেষ পর্যন্ত তার হৃদয় ইসলামের দিকে নিয়ে যাবে।

আবদুর রহমান আবদুল্লাহর বয়স (৩৮)। তার আগের নাম ছিলো চে ইয়িন ওয়েই। বলছিলেন তার ইসলাম গ্রহণের কথা।

তিনি বলেন, গত বছরের জুলাই মাসে অল্প সময়ের জন্য দেখা হয়েছিলো মুহাম্মদ আদমের সঙ্গে। তার সঙ্গে কথা বলেই আমি নিজেকে নিঃস্ব ও অসহায় বোধ করছিলাম।

তিনি আরো বলেন, আমি আমার জীবন নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছি। একই সঙ্গে আর্থিক সমস্যা ও বৈবাহিক জীবন সেই সাথে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ি।

মানসিক চাপ ও হতাশায় ভেঙ্গে পড়েছিলাম আমি। তাই হঠাৎ নিজেকে একদিন আবিস্কার করলাম আমি মসজিদের মাঠে সময় অতিবাহিত করতে আসি। সেখানেই মুহাম্মদ আদমের সঙ্গে দেখা হয়েছিল।

আমি আমার মন খুলে তার সঙ্গে জীবনের কথা বললাম। দুঃখগুলি বিস্তারিত শেয়ার করলাম তার কাছে।

তিনি আমাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মোনাজাতের সময় আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ হিসেবে আবিস্কার করলাম। আমি আমার জীবনে এত সুখ কখনো পাইনি।

নামাজের সেজদায় জীবনে যে পাপ কাজ করেছি সব মনে পড়ছিলো এক এক করে। ঠিক তখনই ইসলাম গ্রহণের বিষয়টি গুরুত্বের সাথে ভাবতে শুরু করেছিলাম।

আবদুর রহমান একসময় সিঙ্গাপুরে হোটেলে কাজ করতেন। তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার আগে দুই সপ্তাহ পর্যন্ত ইসলাম নিয়ে পড়াশোনা করি। পরে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করি।

গত বছরের আগস্ট মাসে জালান পেগাওয়াইয়ের একটি মসজিদে একজন ইমামের কাছে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করি।

আবদুর রহমান, টংকাং ইয়ার্ডের বাসিন্দা। তিনি বলেন, আমার মা প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমার প্রতি অসন্তুষ্ট ছিলেন।

পরে আমি অনেকবার ইসলাম বিষয়ে তার সঙ্গে আলোচনা করলে তিনি বুঝতে পারেন। আমি আশা করছি তিনিও এ সত্য ধর্মের ছায়াতলে আসবেন। আমি এ বিষয়ে সবার কাছে দোয়া পার্থী। সূত্র: দ্যা স্টার নিউজ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ