শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

সৌদি বাদশাহ ফয়সলের জীবন নিয়ে চলচ্চিত্র, মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক সৌদি বাদশাহ ফয়সলের জীবনি নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র আগামী ২৬শে সেপ্টেম্বর দেশটিতে মুক্তি পেতে যাচ্ছে।

“বর্ন এ কিং” (Born A King) নামের এই চলচ্চিত্রটি স্পেনীয় পরিচালক আগুস্তে ভিলারঙ্গা নির্মাণ করেন।

সৌদি অভিনেতা আবদুল্লাহ আলী চলচ্চিত্রটির মূল চরিত্র বাদশাহ ফয়সলের ভূমিকায় অভিনয় করেন।

এছাড়াসৌদি অভিনেতা রাওকান বিনবেল্লা অপর গুরুত্বপূর্ণ চরিত্র বাদশাহ আবদুল আজিজের ভূমিকায় অভিনয় করেছেন।

চলচ্চিত্রটির প্রযোজক আন্দ্রেস গোমেজ জানান, ১১ সপ্তাহ ব্যয় করে চলচ্চিত্রটির শ্যুটিং করা হয়েছে। রিয়াদ ও লন্ডনে এই চলচ্চিত্রটির বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়।

চলচ্চিত্রটির কাহিনী মূলত ১৩ বছর বয়সী তৎকালীন শাহজাদা ফয়সলের তার পিতা বাদশাহ আবদুল আজিজের প্রতিনিধি হিসেবে লন্ডনে গমন এবং সেখানে তার মেধার মাধ্যমে বিশ্বের রাষ্ট্রনায়কদের দৃষ্টি আকর্ষণের বিষয় তুলে ধরা হয়েছে।

আন্দ্রেস গোমেজ জানান, ২০১৬ সালে সৌদি আরবে ভ্রমণ করতে এসে তিনি এই চলচ্চিত্রটি তৈরি করতে উদ্বুদ্ধ হন। তিনি তখন বাদশাহ ফয়সলের পুত্র শাহযাদা তুর্কি ইবনে ফয়সল-এর সাক্ষাত করে এই বিষয়ে তার কাছে অনুমতি চান।

শাহযাদা তুর্কি ইবনে ফয়সল তার এই চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনায় আকৃষ্ট হয়ে তাকে চলচ্চিত্রটি নির্মাণ করার অনুমতি দান করেন।

তিনি জানান, এমন বিশাল প্রভাবশালী ব্যক্তির চরিত্রকে চলচ্চিত্রে রূপদান করা খুবই কঠিন। তবুও নব্বই শতাংশ বিষয় এখানে ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে বলে তিনি জানান।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ