শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মাওলানা আব্দুস সালামের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ছড়ারপার মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতী ছালেহ আহমদ।

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা আব্দুস সালাম দীন ও ইসলামের বহুমুখী খিদমত আন্জাম দিয়ে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। শোকাহত পরিবারের সদস্যদের সবরে জামিল দান করুন।

মাওলানা আব্দুস সালাম বাংলাদেশ খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর ভগ্নিপতি ছিলেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইন্ত‌েকাল করেছে‌ন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩বছর। তি‌ন ছেলে‌, দুই মেয়ের জনক ছিলেন তিনি।

মরহুমে‌র জানাজার নামাজ‌ সোমবার আছরের পর শাহপরান রহ. মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়।

মাওলানা আব্দুস সালাম ওসমানীনগর উপজে‌লার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রাম‌ে জন্ম গ্রহন কর‌েন। গহরপুর জামেয়ায় দাওরায়‌ে হাদীস পা‌শ কর‌ে সি‌লেট দারুস সালাম মাদরাসায় অনে‌কদিন শিক্ষকতা করে‌ন।

পর‌ে খাদি‌ম নগর কল্লগ্রাম‌ে ন‌িজের বাড়ি‌র পাশ‌ে জাম‌ে‌য়া সাওতুল হ‌ে‌রা নাম‌ে একট‌ি মাদরাসা প্রত‌ি‌ষ্ঠা কর‌েন।পাশাপাশ‌ি স‌ি‌লেট ছড়ার পার মাদরাসার মুহতামিম হ‌ি‌সাব‌ে দায়‌িত্ব পালন করে‌ছেন। তিন‌ি তাবল‌িগ জামাতে‌র একজন মুরব্ব‌ি ও দীনের একনি‌ষ্ট খাদে‌ম ছিলে‌ন।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ