বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার

নেশাখোর ছেলের দেয়া আগুনে মারা গেলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার ধুনটে ছেলের দেয়া আগুনে দগ্ধ মা খুকি খাতুন (৬২) মারা গেছেন। গতকাল রোববার রাতে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, রোববার বিকেলে মা খুকি খাতুনের কাছে মাদক সেবনের জন্য টাকা চায় খোকন মন্ডল। দীর্ঘ সময় মায়ের কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়ে মাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে সে। একপর্যায়ে মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় খোকন।

এ সময় খুকি খাতুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নেশার টাকা না পেয়ে বিকেলে মায়ের হাত-পা বেঁধে শরীরে আগুন দেয় ছেলে খোকন মন্ডল (৩৫)। পরে দগ্ধ মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। ওই মায়ের মরদেহ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

তিনি আরও বলেন, ঘটনার পর অভিযুক্ত ছেলে খোকন মন্ডলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ফলে খোকন গুরুতর আহত হয়েছে। তাই তাকে পুলিশি হেফাজতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ