মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

হজের প্রস্তুতিতে মক্কায় শেষ মুহূর্তের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: এ বছরের পবিত্র হজ সামনে রেখে মক্কায় চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মক্কায় জড়ো হতে শুরু করেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসলমানরা।

এ বছর প্রায় ২৫ লাখ মুসলমান হজ পালন করবেন। এরমধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ১ লাখ ২৬ হাজার ৭শ মুসল্লি।পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন ১২০টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নিজ নিজ দেশ ও বিশ্ব উম্মার শান্তি কামনার পাশাপাশি আল্লাহর নৈকট্য লাভের আশা তাদের।

এক বাসিন্দা বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসলমান এই বার্তাই বলে যে এখানে কোনো তফাৎ নেই, আছে শুধু সাম্য। আর সবার লক্ষ্য একটাই, হজ্ব যা ইসলামের একাত্বতা।

অন্য এক বাসিন্দা বলেন, এখানে এসে আপনি আপনার সব মুসলিম ভাইদের সাথে এক হয়ে দোয়া চাইবেন। এখানে সবাই এক। সব বর্ণ বা জাতের মানুষ এখানে এক হয়। এজন্যই আমি খুব খুশি।

৯ আগস্ট শুক্রবার মিনার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা। শনিবার আরাফাতের ময়দান এবং মুজদালিফায় কাটাবেন হাজিরা। ওইদিনই হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১১ আগস্ট ঈদুল আজহা উদযাপন করবেন তারা।

যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এরইমধ্যে নিরাপত্তা জোরদার করেছে সৌদি সরকার। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে হয়েছে নিরাপত্তা মহড়াও। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে আয়োজিত এ মহড়ায় উঠে আসে কঠোর হাতে জঙ্গি দমনের বিষয়টি।

মক্কার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাসে মুসল্লিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তাপমাত্রা সহনীয় রাখতে নানা পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে তারা।

পারস্য উপসাগরীয় এলাকায় চলমান উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের হজ। একাধিক তেলবাহী ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ি করা হলেও বরাবরই তা অস্বীকার করে আসছে তেহরান।

কূটনৈতিক সমঝোতা না হলেও এবছর ইরান থেকে প্রায় সাড়ে আটাশি হাজার মুসল্লি হজ পালন করতে সৌদিআরব গেছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ