শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ভারতে বিল পাসের রেশ না কাটতেই প্রকাশ্যে স্ত্রীকে 'তিন তালাক' (ভিডিওসহ)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজ্যসভায় তিন তালাক বিল পাস হয়েছে ২৪ ঘণ্টাও কাটেনি। তারমধ্যেই প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে তিন তালাক দিলেন এক যুবক। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের। খবর দ্য ওয়াল এর।

এই তালাক দেওয়াকে কেন্দ্র করে যুবকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন যুবতীর ভাই। অবশেষে পুলিশ এসে হস্তক্ষেপ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয় ভারতের উত্তরপ্রদেশে।

আজ বুধবার দুপুর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এ ভিডিও। তাতে দেখা যায়- বোরকা পরে রয়েছেন এক নারী। তার স্বামী রাস্তার মধ্যেই তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। কথার মাঝেই স্ত্রীকে তিন তালাক দেন তিনি। তারপরেই নারীর সঙ্গে থাকা তার ভাইয়ের সঙ্গে হাতাহাতি হয় তার।

রীতিমতো লাঠি নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েন তারা। এই মারামারির মধ্যে দু-একটা দোকানেরও ক্ষতি হয়। স্থানীয় মানুষ দু’জনকে ছাড়িয়ে পুলিশে খবর দেয়। মোরাদাবাদ পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান।

থানায় গিয়ে ঐ নারী অভিযোগ করেন, তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। দু’জনের একটা বাচ্চাও আছে। আদালত ১১ আগস্ট শুনানির তারিখ দিয়েছিল। কিন্তু এ দিন বাড়ি ফেরার পথে রাস্তাতেই তাকে তিন তালাক দেন তার স্বামী।

তার ভাই ঐ নারীর স্বামীকে বলেন, রাস্তায় না বলে যা বলার পুলিশের সামনে বলতে। তারপরেই তার ভাইকে মারধর করেন স্বামী, এমনটাই অভিযোগ করেছেন যুবতী।

মোরাদাবাদ পুলিশের ডেপুটি সুপার রাজেশ কুমার জানিয়েছেন, তাদের কাছে দু’পক্ষই অভিযোগ করেছে। ঘটনার ভিডিও তাদের কাছে আছে। ঘটনাস্থলে থাকা মানুষদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ