শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

মক্কায় তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ হজ অফিস জানিয়েছে, মৃত ওই তিন হজযাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন- বগুড়ার সোনাতলা উপজেলার সালজার রহমান (৬১)। তার পাসপোর্ট নম্বর-BX0265796। কুমিল্লার মুরাদনগর উপজেলার আবুল হাশেম (৬১)। তার পাসপোর্ট নম্বর-BQ0104414 এবং ঢাকার পল্লবীর সেলিম (৫৬)। তার পাসপোর্ট নম্বর-BK0577564।

এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ৭৯৮ জনের হজ করার কথা রয়েছে। তবে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৯৫৩ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ১৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭৬৮ জন।

অন্যদিকে এবারের হজকে সামনে রেখে পবিত্র কাবা শরিফের বাইরে মিনা, মুজদালিফা, আরাফাত এবং জামারাতের পবিত্র জায়গাগুলোতে শেষ মুহূর্তে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সৌদির সরকারের পাশাপাশি বাংলাদেশে থেকে আসা হাজিদের সুবিধার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হজ মিশন।

সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. মাকসুদুর রহমান বলেন, সরকারি ব্যবস্থাপনায় আসা বাংলাদেশি হজ যাত্রীদের জন্য সকল ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ হজ অফিস ৪০০ জন মৌসুমি হজ কর্মী নিয়োগ করেছে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্সসহ পাঁচ শতাধিক কর্মকর্তাও নিয়োগ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ২০১৯ সনের হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ