শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

চলে গেলেন তাহরিকে শরিয়তে মুহাম্মদির প্রতিষ্ঠাতা পাকিস্তানের সুফি মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম : পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন নাফাযে শরিয়তে মুহাম্মদির প্রতিষ্ঠাতা মাওলানা সুফি মুহাম্মদ গত বৃহস্পতিবার ইন্তিকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাতে জানা যায়, মৃত্যকালে সুফি মুহাম্মদের বয়স ছিল ৯২ বছর। তাকে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা সুফি মুহাম্মদ পাকিস্তানের সাবেক তালিবান নেতা মোল্লা ফজলুল্লাহর চাচাতো ভাই। মোল্লা ফজলুল্লাহ গত বছর আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

২০০৯ সালে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মাওলানা সুফি মুহাম্মদকে গ্রেপ্তার করা হয়। তবে, ২০১৮ সালের জানুয়ারিতে পেশোয়ার হাই কোর্ট তাকে মুক্তি দেয়।

মুক্তির পর মাওলানা সুফি মুহাম্মদকে কিছুদিনের জন্য লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা নেন। গত বৃহস্পতিবার তার বাস ভবনে তিনি ইন্তিকাল করেন।

সুফি মুহাম্মদ ১৯৩৩ সালে খাইবার পাখতুনখোয়ায় তিনি জন্মগ্রহণ করেন। ধর্মীয় শিক্ষা নেন মাদরাসায়। এরপর তিনি পাক জামায়াতে ইসলামীর সাথে যোগ দেন। কিন্তু জামায়াত ইসলামীর আদর্শগত সমস্যা থাকায় ও গণতান্ত্রিক সংগ্রাম বৈষম্যের কারণে তিনি ১৯৯২ সালে শরিয়াতে মুহম্মদি নামে নতুুুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।

আমেরিকার নিনেভে আক্রমণের পর, আমেরিকা যখন ওসামা বিন লাদেনের খোঁজে হামলা চালায়, তখন সুফি মুহাম্মদ আফগানিস্তানের দিকে যাত্রা করেন এবং তালেবানের সঙ্গ নিয়ে যুদ্ধ করেন।

আফগানিস্তান থেকে ফিরে আসার পর সুফি মুহাম্মদ আটক করে পাকিস্তান সরকার। সুফি মুহম্মদ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সহিংস অভিযান শুরু করেছিল বলে দাবি পাকিস্তান সরকারের। সে সময় থেকে তার ছেলে মোল্লা ফজলুলুল্লাহ আন্দোলনের ভার গ্রহণ করেন।

সূত্র: আল-আরাবিয়া ডটনেট।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ