শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

জেরুজালেমে ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলকৃত পূর্ব জেরুজালেমে নিজেদের বাড়ি থেকে এক ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করেছে ইসরায়েলি পুলিশ। গত বুধবার (১০ জুলাই) তাদের বাড়ি থেকে তাড়ানোর পর এখন সেখানে একটি ইহুদি পরিবারকে বসবাসের সুযোগ করে দিচ্ছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জুলাই) ইসরায়েলি গণমাধ্যম 'হারেৎজ' জানায়, দীর্ঘ ৩০ বছরের আইনি লড়াই শেষে সিয়াম পরিবারকে উচ্ছেদ করে ইসরায়েলের ডানপন্থী আবাসন সংস্থা এলাদ অ্যাসোসিয়েশনের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।

সিয়াম পরিবারকে বাড়িটি থেকে উচ্ছেদের জন্য মোট ছয়টি আলাদা মামলা দায়ের করেছিল এলাদ অ্যাসোসিয়েশন। একের পর এক মামলায় পরাজয়ের ফলে পরিবারটিকে এ পরিণতি বরণ করতে হয়।

যদিও প্রথমে এলাদ অ্যাসোসিয়েশনের দাবি ছিল গোটা বাড়িটি তারা সিয়ামের দাদীর কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে কিনে নিয়েছেন। যার অংশ হিসেবে আবাসন সংস্থাটি দাবির পক্ষে একটি চুক্তিপত্র উপস্থাপন করলে আদালত তা অবৈধ বলে ঘোষণা করেন।

সিয়ামের দাদীর উত্তরাধিকার ছিল মোট আটজন। যে কারণে পরবর্তীতে এলাদ অ্যাসোসিয়েশন জানায় তারা তিন পুরুষ উত্তরাধিকারের কাছ থেকেও বাড়িটি কিনে নিয়েছে। আদালতে তাদের দাবি ছিল, এখানে নারী উত্তরাধিকারীরা তাদের অধিকার পুরুষদের কাছে হস্তান্তর করেছে। আর সে কারণে পুরো বাড়িটি এখন তাদের। যদিও এ দাবিটি প্রত্যাখ্যান করেছিল আদালত।

পরে বিচারক জানান, এলাদ কেবল মাত্র বাড়িটির পুরুষ উত্তরাধিকারীদের অংশটুকুই দখল করতে পারবে। মামলার পরবর্তী ধাপে সম্পত্তিতে অনুপস্থিতির জিম্মাদার আইন প্রয়োগ করে এলাদ। এখানে আবাসন সংস্থাটির পক্ষ থেকে এক মেয়ে উত্তরাধিকারীর কাছ থেকে তার অংশ কিনে নেয়া হয়েছে বলে জানানো হয়।

পরের ধাপে গত বছর জিম্মাদারদের কাছ থেকে আরও এক অংশ ক্রয় করে নিলে বাড়িটির মোট চারভাগের তিন ভাগের মালিক হয়ে যায় এলাদ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ