শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে আল্লামা শায়খে বাঘা (রহ:)এর নাতি, সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঘা গোলাপনগর আরাবিয়া দারুল হাদীস মাদরাসা ও হযরত শাহ সুন্দর (রহ:) মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ মাহবুব আহমদ (রহ:) এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (৪ জুলাই) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির যুবায়ের আহমদ আনছারী।

যুবায়ের আহমদ আনছারী বলেছেন,আলেম উলামাদের ইন্তেকালের মাধ্যমে কিয়ামতের পূর্বে মহান আল্লাহ পাক কুরআন ও হাদিস এর সমস্ত আসমানী ইলম উঠিয়ে নিবেন। আলেম উলামার অনুপস্থিতিতে সমাজে জাহেল মূর্খরা ফতাওয়া দিবে। যার বিনিময়ে সে নিজেও পথভ্রষ্ট হবে সাথে সাথে সমাজের মানুষদেরও পথভ্রষ্ট করবে।
আলেম উলামাদের ইন্তেকাল আমাদের সকলের জন্য অশনিসংকেত।

তিনি আরও বলেছেন,মাওলানা মাহবুব আহমদ নিরহঙ্কার বিনয়ী একজন আলেমে দ্বীন ছিলেন। মাদ্রাসা ও মসজিদের খিদমত এর মাধ্যমে দীনের বহু খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন এসব কিছু কবুল করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন এশাআতুল ইসলাম ফোর্ড স্কোয়ার মাদরাসার শায়খুল হাদীস ও সংগঠনের যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সালমান লেইন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী হাসান নুরী চৌধুরী, সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, লাইম হাউস মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিব্বির আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, লন্ডন মহানগরী শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, কমিউনিটি নেতা ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি ফেরদৌস আলম।

উপস্থিত ছিলেন মাইল্যান্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজির উদ্দিন, হাইন্ড গ্রোভ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান, শোরডিচ মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান, মাওলানা লুৎফর রহমান,আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, লন্ডন মহানগরী শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজ লিয়াকত হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান সিরাজ, টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন, হাফিজ আখলাক হোসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ