শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


প্রতিটি হাসপাতালে শিশুদের দুধ পান করাতে আলাদ কক্ষ প্রয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভীর সিরাজ

ব্রেস্ট ফিডিং রুম মানে শিশুকে দুধ পানের কক্ষ। সদ্যপ্রসূতি তার শিশুকে দুধ পানের জন্য একটি রুম প্রতিটা মেডিকেল, হসপিটাল, ক্লিনিক ও ল্যাবে থাকা অপরিহার্য মনে করেন ইসলামী স্কলারগণ।

মেডিকেল, হসপিটাল আর ক্লিনিক ও ল্যাবের প্রতিটি তলায়তলায় দুগ্ধপোষ্য শিশুকে নিরাপদে দুধ পান করানোর জন্য একটি রুম থাকা আবশ্যক। নীতিনির্ধারক সংশ্লিষ্ট ব্যক্তিগণের কাছে আমরা এ বিষয়ে অনুরোধ করতে পারি।

সদ্যপ্রসূতির ইজ্জত আবরুর রক্ষার্থে এই রুমের ভূমিকা অপরিসীম। ধর্মবর্ণ নির্বিশেষে যেখানে মা ও শিশু নিরাপদে, এবং নিঃসংকোচে পূর্ণ স্বাধীনতার সাথে থাকতে পারে এবং মা তার শিশুকে দুধ পান করাতে পারেন।

এবিষয়ে নতুন পুরাতন সকল উদ্যোগক্তার খুব সচেতন থাকা প্রয়োজন বলে ইসলামী স্কলারগণ মনে করেন। অন্যের মা বোনকে নিজেদের মা বোনদের সাথে মিলিয়ে নিলে কাজটি বেশ সহজ হবে বলে তারা আশা করেন।

লেখক- তরুণ আলেম

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ