সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :

ইমরানকে পদত্যাগ করার পরামর্শ দিলেন জারদারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে পদত্যাগ করে ঘরে ফেরার পরামর্শ দিয়েছেন বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের মামলায় গ্রেফতার হওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

শুক্রবার আদালত প্রাঙ্গণে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এর আগে ইমরান খান বলতেন, আমি বিষ খাব তবুও রাজনীতি করব না।  একবার বলেন, আত্মহত্যা করব কিন্তু আইএমএফ এর কাছে যাব না। তার কথাবার্তার কোন ঠিক-ঠিকানা নেই। তার জন্য আমার পরামর্শ- পদত্যাগ করে তিনি ঘরে ফিরে যাক।

প্রসঙ্গত, অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে সোমবার গ্রেফতার করা হয়।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির বিদেশ সফরেও নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট।

অর্থ পাচারের মামলায় গ্রেফতার পাকিস্তানের আসিফ আলি জারদারির ১০ দিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করেছে ইসলামাবাদের বিশেষ আদালত।

সূত্র: জিও নিউজ

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ