শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

বেফাকে ব্রাহ্মণবাড়িয়ার আমেনা বেগম মাদরাসার সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদরাসার ছাত্ররা বেফাকে ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষায় হেফজ বিভাগে প্রথম স্থানসহ মোট পাঁচজন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে এ মাদরাসা থেকে। মাদরাসাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থিত।

ফজিলত (স্নাতক) পর্যন্ত মাদরাসাটির মেধাতালিকায় স্থান প্রাপ্ত ছাত্রদের মাঝে ইবতেদাইয়্যাহ (প্রাইমারি) মারহালা থেকে রয়েছে বাকি চারজন। জানা যায়, ইবতেদাইয়্যাহ (প্রাইমারি) বিভাগে মাত্র  ১০ জন ছাত্রের মাঝে এ চারজনই মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। বাকি তিনজন মুমতাজ, ২ জন জায়্যিদ জিদ্দান ও ১ জায়্যিদ মার্ক পেয়েছে। এছাড়া মাদরাসার মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) মারহালায় ৬ জন ছাত্রের মাঝে ২ জন মুমতাজ, ২ জন জায়্যিদ জিদ্দান ও ২ জন জায়্যিদ নম্বর পেয়েছে।

ফজিলত (স্নাতক) বিভাগে ৯ জন ছাত্রের মাঝে ৬ জন জায়্যিদ জিদ্দান ও ৩ জন জায়্যিদ মার্ক পেয়েছে। হেফজ বিভাগের ফলাফলও ঈর্ষণীয়। মোট পরীক্ষার্থী ১৩ জনের মাঝে ৭ জন মুমতাজসহ জোনভিত্তিক একজন মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে এ মাদরাস থেকে।

মাদরাসার ছাত্রদের ভালো ফলাফলের ব্যাপারে মাদরাসার মুহতামিম মুফতি সাঈদ আল মামুন আওয়ার ইসলামের কাছে অনুভূতি প্রকাশ করে বলেছেন, আমি মাদরাসার ভালো রেজাল্টের কারণে অনেক খুশি। এ জন্য মাদরাসার ছাত্র-শিক্ষক সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষত মাদরাসার কমিটির সদস্য, মুহিব্বিন ও হিতাকাঙ্খীবৃন্দ সবার প্রতি শুকরিয়া জানাচ্ছি। আমি মনে করি সবার সমন্বিত মেহনত ও শিক্ষকদের আন্তরিক পরিশ্রমের ফলে আল্লাহ তায়ালা আমাদের এ সাফল্য দিয়েছেন। তবে ভবিষতে এ সাফল্য ধরে রাখতে ও সাফল্যের গদি আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই। সাথে সাথে আপনাদের (আওয়ার ইসলাম) মাধ্যমে সবাইকে অনুরোধ করবো আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার। আল্লাহ যেনো আমাদের ছাত্রদের ভবিষতে আরও ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন।

ইতিমধ্যে মাদরাসার পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ শাওয়াল থেকে ২০১৯-২০ইং নতুন শিক্ষাবর্ষের ভর্তি নেয়া শুরু হবে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষায় তাকমিল (এম.এ.) ব্যতিত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন অংশগ্রহণ করে। এর মাঝে উত্তীর্ন পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন।

বি.দ্র. আপনার মাদরাসার ভালো রেজাল্টের খবর জানাতে পারেন আমাদের। আমরা গুরুত্ত্বসহ আপনার প্রতিষ্ঠানের সংবাদ করবো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ