শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

যে কারণে এই জায়গার নাম 'মুলতাজাম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : কাবাঘরের দেয়ালের ঐ অংশকে মুলতাজাম বলে যা হাজরে আসওয়াদ ও কাবার দরজার মাঝখানে অবস্থিত। কেউ কেউ বলেন, খানায়ে কাবার পূর্বপাশের সম্পূর্ণ দেয়ালটিই হলো মুলতাজাম।

মুলতাজামকে খানায়ে কাবার গুরুত্ত্বপূর্ণ নিদর্শন হিসেবে ধরা হয়। এটি দোয়া কবুলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এভাবে আবেষ্টন করে অত্যন্ত বিনয় ও আন্তরিক আবেগ সহকারে এখানে দোয়া করা মসনুন।

মুলতাজাম শব্দের অর্থ হলো আবিষ্ট হওয়ার স্থান অর্থাৎ বক্ষ, মুখমন্ডল, হাত দিয়ে আবেষ্টন করার স্থান। সৌদি আরবের প্রেস এজেন্সি বলছে, 'মুলতাজাম' নামটি আরবি ভাষার ক্রিয়া 'التزم' (ইলতাজামা) থেকে নির্গত। যার শাব্দিক অর্থ আবশ্যিক পাবন্দি করা। কেননা এ স্থানের আবশ্যিক পাবন্দি উদ্দেশ্য হয়ে থাকে। এজন্য এটাকে মুলতাজাম বলা হয়।

ফুকাহায়ে কেরাম মুলতাজামে এসে দুয়া করার অনেক ফজিলত বর্ণনা করেছেন। হজ ও ওমরা পালনকারী মুসলিমরা এখানে এসে কায়মনোবাক্যে নিজের সিনাহ, চেহারা, দেহ, মন সবকিছু আল্লাহর দিকে রুজু করবে। দু’হাত তুলে আল্লাহ তায়ালাকে হাজির জেনে নিজের দীনি ও দুনিয়াবি যাবতীয় বিষয়ে প্রার্থনা করবে। অবশ্যই আল্লাহ তায়ালা তাদের দুয়া কবুল করেন।

যদি কারো আগ্রহ বেশি থাকে তাহলে সে হাদীসে বর্ণিত নিচের দোয়াটিও পড়তে পারেন। বিশিষ্ট সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে নিম্মের দোয়াটি বর্ণিত

اللهم اني عبدك وابن عبدك وابن امتك حملتني على ما سخرت لي من خلقك وسيرتني في بلادك حتى بلغتني بفضلك بيتك، واعنتني على اداء نسكي، اللهم فان كنت قد رضيت عني فازداد عني زضا، والا فمن الان فارضى عني قبل ان تنا عن بيتك داري، فهذا اوان انصر افي غير مستبدل بك ولا ببيتك الحرام، اللهم اصحبني العافية في بدني والصحة في جسمي، واعني على طاعتك وعبادتك ما حييت، واسالك من خيري الدنيا والاخرة

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ