শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব

নির্বাচনী হিসাব জমা দেয়ার সময় এক মাস বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো একাদশ সংসদ নির্বাচনের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার সময় একমাস বাড়িয়ে বিএনপিসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব মো. আবদুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে আগামী ৯ জুন রোববারের মধ্যে দলের নির্বাচনী হিসাব জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়।

এ বিষয়ে মো. আবদুল হালিম খান চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব যেসব দল এখনো জমা দেয়নি, তাদের এক মাস সময় দেয়া হয়েছে। তারপরও ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কমিশন। কমিশন চাইলে তাদের নিবন্ধন বাতিল করতে পারবে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া কোনও দল এখনও নির্বাচনী হিসাব কমিশনে জমা দেয়নি। বাকি দলগুলোকে একমাস সময় বাড়িয়ে দেয়া হলেও, পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ১৫ দিন সময় বাড়ানো হবে। এরপরও হিসাব জমা না দিলে ব্যবস্থা নেবে কমিশন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪ সিসিসি ধারায় বলা আছে, প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচন শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হবে।

৪৪ডি ধারায় বলা আছে, কোনো দল ৯০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে না পারলে ইসি তাদের সতর্ক করে নোটিশ দিয়ে পরবর্তী ৩০ দিনের মধ্যে হিসাব জমা দেওয়ার নির্দেশ দিতে পারবে।

এ সময়ের মধ্য কোনো দল হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি তাদের ১০ লাখ টাকা জরিমানা করে পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব জমা দেওয়ার নির্দেশ দিতে পারবে। কোন দল ওই ধাপেও ব্যর্থ হলে ইসি সে দলের নিবন্ধন বাতিল করতে পারবে।

এরআগে গত ৮ই মে বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ব্যয়ের হিসাব জমা দেয়ার জন্য এক মাস সময় বাড়াতে নির্বাচন কমিশনে চিঠি দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে সময় বাড়ানোর চিঠি নিয়ে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যায়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ