শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


‘প্রকাশ্যে এনপিটি লঙ্ঘন করছে ইসরায়েল, নীরব জাতিসংঘ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইসরায়েল প্রকাশ্যে পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি এনপিটি লঙ্ঘন করলেও জাতিসংঘ কোনো কথাই বলছে না, চোখ বুঝে তা মেনে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফারি।

তিনি বলেন, সিরিয়া ১৯৬০ এর দশকেই এনপিটিতে সই করেছে এবং ১৯৯২ সালে আইএইএ'র গ্যারান্টি চুক্তি মেনে নিয়েছে।

সিরিয়ার এই প্রতিনিধি আরও বলেন, পাশ্চাত্যের কয়েকটি দেশ দিমুনা পরমাণু কেন্দ্র নির্মাণে ইসরাইলকে সহযোগিতা দিয়েছে। এর ফলে পরমাণু অস্ত্র নির্মাণ করতে পেরেছে দখলদারেরা।

ইসরায়েলের কাছে বর্তমানে ২০০ থেকে ৪০০ পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। তারা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে পরমাণু কেন্দ্র পরিদর্শনের সুযোগ দেয় না।

কিন্তু এ বিষয়ে জাতিসংঘসহ গোটা বিশ্ব নীরব। কিন্তু যেসব দেশ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাচ্ছে তাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ