শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


গাইবান্ধায় নৌকাডুবে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীতে নৌকা ডুবিতে ৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (৭ মে) সকালে ভুট্টার জমিতে কাজ করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধুতিচোরা গ্রামের ইনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৫), দক্ষিণ গিদারি গ্রামের মৃত আইজল মুন্সির স্ত্রী ফিরোজা বেওয়া (৪০) ও সাজু মিয়ার মেয়ে শান্তনা খাতুন (১০)।

নিখোঁজ ২ জন হলেন দক্ষিণ গিদারি গ্রামের মিনহাজ মিয়ার মেয়ে মেরেনা আকতার (১৩) ও ধুতিচোরা গ্রামের ফুলমিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪০)।

স্থানীয়দের মাধে জানা যায়, ভুট্টার জমিতে কাজ করার জন্য সদর উপজেলার গিদারি ইউনিয়নের নয়া গ্রাম থেকে সকাল ৯টার দিকে ৫০ জন কৃষি শ্রমিক নারী ও পুরুষ নৌকায় করে ব্রহ্মপুত্র নদী পার হচ্ছিলেন। নদীর অপর পাড়ে ধুতিচোরা গ্রামে যাওয়ার পথে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

এ সময় ৪১ জন সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ৯ জন নৌকা যাত্রী পানিতে ডুবে যায়। এর মধ্যে ৩ জন মারা গেছেন। বাকি ২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার বখতিয়ার উদ্দিন জানান, ৩০ জনের মত যাত্রী বহনে সক্ষম একটি নৌকায় অতিরিক্ত যাত্রী নেয়ার ফলে পানি উঠে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের খুঁজে বের করার জন্য রংপুর থেকে ডুবুরিদল এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ