শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার থেকে শুরু হচ্ছে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সড়কে প্রাণহানির দিক থেকে বাংলাদেশ বেশ ঝুঁকিপূর্ণ।

এখানে অবস্থা এমন যে নিরাপদ সড়কের জন্য সাধারণ মানুষকে রাস্তায় আন্দোলনে নামতে হয়।

আজ নিরাপদ সড়ক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সকাল ৯টায় শোভাযাত্রা উদ্বোধন করা হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণায়ের উদ্যোগে।

এবার এটি বিশ্বের বিভিন্ন দেশে পঞ্চমবারের মতো উদ্যাপিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে গতকাল এক বিবৃতিতে বলেছে, নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য আসলে দক্ষ নেতৃত্ব দরকার। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ দরকার। বিশ্বে সড়ক দুর্ঘটনা বাড়ছে। বিশ্বে বছরে প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ সড়কে প্রাণ হারাচ্ছে। এর মধ্যে ৫ থেকে ২৯ বছর বয়সীরাই বেশি মারা যাচ্ছে। পথচারী ও সাইকেল আরোহী মারা যায় ২৬ শতাংশ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ