শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

সবচেয়ে বেশি হ্যাক হয় যে ৩৫ পাসওয়ার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাইবার দুনিয়ায় কম্পিউটার, ইলেক্ট্রনিক ডিভাইস বা অনলাইনভিত্তিক বিভিন্ন আইডি হ্যাক হওয়া এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুনিয়াজুড়ে হ্যাকারদের দৌরত্ব বাড়ছে। তবে নিজের সুরক্ষার বিষয়ে সচেতন থাকলে হ্যাকিং থেকে রক্ষা পাওয়া সহজ।

হ্যাকিং থেকে নিজেকে রক্ষার প্রথম ধাপ হচ্ছে পাসওয়ার্ড। ইলেক্ট্রনিক ডিভাইস বা অনলাইনভিত্তিক যেকোন আইডির ক্ষেত্রে পাসওয়ার্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পাসওয়ার্ডেই আমরা অনেক সময় গুরুত্ব দেই কম। লাখ লাখ মানুষ এমন কিছু পাসওয়ার্ড ব্যবহার করে যা তার আইডি বা ডিভাইসের নিরাপত্তা দিতে পারে না।

সম্প্রতি যুক্তরাজ্যের সাইবার সার্ভে নামের একটি প্রতিষ্ঠান এক লাখ সহজ পাসওয়ার্ড বিশ্লেষণ করেছে। প্রতিষ্ঠানটির গবেষকেরা বলেছেন, মানুষ এখনো শক্ত ও জটিল পাসওয়ার্ডের গুরুত্ব বোঝে না।

সাইবার সার্ভের গবেষণায় দেখা গেছে, বিশ্বের ২ কোটি ৩২ লাখ হ্যাকের শিকার ভুক্তভোগী তাদের অ্যাকাউন্টে পাসওয়ার্ড হিসেবে (123456) সংখ্যাটি ব্যবহার করেছেন। এটিই এখন সবচেয়ে বেশি হ্যাক হওয়া সহজ পাসওয়ার্ড।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তাকেন্দ্রের পক্ষ থেকে সহজে অনুমানযোগ্য ও হ্যাকের ঝুঁকিতে থাকা কিছু পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করা হয়েছে। জনসাধারণকে জানানোর উদ্দেশ্যে ও পাসওয়ার্ডের গুরুত্ব তুলে ধরার অংশ হিসেবে তারা এ পদক্ষেপ নিয়েছে।

গবেষকেদের পরামর্শ হচ্ছে, যাঁরা সহজ পাসওয়ার্ড ব্যবহার করছেন, তাঁরা দ্রুত তা বদলে অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে জটিল পাসওয়ার্ড তৈরি করতে পারেন। হ্যাক হওয়ার ঝুঁকি থাকায় সহজ পাসওয়ার্ডের তালিকায় থাকা কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

এর আগে যুক্তরষ্ট্রের ক্যালিফোর্নিযার একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এমন ২৫টি পাসওয়ার্ড প্রকাশ করেছে। ‘স্পেলাশডাটা’ নামের ওই প্রতিষ্ঠানটি পাসওয়ার্ড নিয়ে গবেষণা করেছে। গবেষণায় দেখা গেছে অন্তত ১০ শতাংশ মানুষ সহজ ২৫টি পাসওয়ার্ড ব্যবহার করে। এই পাসওয়ার্ডগুলি ব্যবহার করার ফলে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাকিংয়ের কবলে পড়তে হয়।

দেখে নিন সহজে হ্যাক হয়, এমন কতগুলো পাসওয়ার্ড- 123456, 123456789, qwerty, Password, 1111111, Ashley, Michael, Daniel, Andrew, Joshua, Justin, Jessica, Jennifer, Anthony, Charlie, 12345678, 12345, 1234567,  sunshine, qwerty, iloveyou, princess, admin, welcome, 666666, abc123, football, 123123, monkey, 654321, !@#$%^&*,  aa123456, donald, password1, qwerty123

সূত্র: ডেইলি মেইল।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ