শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

তারেকের সিদ্ধান্তের অপেক্ষায় ফখরুলসহ নির্বাচিত পাঁচজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার (২৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচিত কয়েকজনকে নিয়ে দলের স্থায়ী কমিটি বৈঠক করে। ওই বৈঠকে নির্বাচিতরা এ আগ্রহের কথা প্রকাশ করেন।

দলীয় সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মুহা. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে ব্যাপারে দলীয় হাইকমান্ডের অনুমতি চেয়েছেন।

বৈঠকে স্কাইপিতে যুক্ত থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সোমবার বিকেল ৪টা পর্যন্ত সময় চেয়েছেন। তারেক রহমানের সবুজ সঙ্কেত পেলে মঙ্গলবার বেলা ১২টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনই শপথ নিতে পারেন।

শপথের ব্যাপারে দলের ইতিবাচক সিদ্ধান্ত হলে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মুহা. জাহিদুর রহমান জাহিদের বহিষ্কার আদেশও প্রত্যাহার হতে পারে। দলের হাইকমান্ডের কাছে শপথের পক্ষের নেতাদের বক্তব্য হচ্ছে, শপথ নিলে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিমুক্ত হয়ে যাবে এমন নয়।

কারণ নির্বাচনটা কী হয়েছে তা দেশ বিদেশে সবার কাছে স্পষ্ট। শপথ নিয়ে সংসদে গেলে সেখানে বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের কথা তুলে ধরা যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ