আওয়ার ইসলাম: ভারতের আসামে হাইওয়ে রোডের পাশে পুরানিগুদাম মিনার দাঁড়িয়ে আছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে রয়েছে একটি মসজিদও। প্রাচীন এই মিনারটি কখন যেন এলাকার মানুষের অস্তিত্বের সঙ্গেই জড়িয়ে গেছে। তাই জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য মিনার ভাঙার কথা হতেই একযোগে প্রতিবাদে গর্জে উঠল হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ই। তাদের উদ্যোগেই শেষ পর্যন্ত রক্ষা পেল মিনার।
১৮২৪ সালে তৈরি হয় পুরানিগুদাম মিনার। ২০১৫ সালে প্রথম মিনারটি ভেঙে ফেলার কথা ওঠে। হিন্দু-মুসলিম যাবতীয় ভেদাভেদ ভুলে মিনার রক্ষায় এগিয়ে আসে সবাই। কিন্তু মিনার বাঁচানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
শুরু হয় ক্রাউড ফান্ডিং, সোশ্যাল মিডিয়ায় প্রচার। তাদের আন্দোলন অবশেষে নজরে পড়ে হরিয়ানার একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের। তাদেরই সহযোগিতায় বিশেষ প্রযুক্তির সাহায্যে ভিত থেকে তুলে ৭০ ফুট সরানো হচ্ছে মিনারটিকে।
এই কাজে খরচ পড়ছে আট লক্ষ টাকা। প্রশাসন নয়, পুরোটাই সাধারণ মানুষের উদ্যোগে সম্ভব হয়েছে বলে জানালেন স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন বোরা। তিনিই প্রথম মিনার ভাঙার বিরুদ্ধে জনমত গড়ে তোলার কাজে নামেন।
সূত্র : এই সময়
এমএম/