বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার

নিরাপদ সড়কের দাবিতে ফের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহতের ঘটনায় এবার নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আজ দুপুর ১টা থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্র্যাক ইউনিভার্সিটি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাজধানীতে নিরাপদ সড়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে আর কত সময় লাগবে। এভাবে কেন তাদের সহপাঠীদের রাস্তায় অকাল মৃত্যুবরণ করতে হচ্ছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে হবে।

শিক্ষার্থী আনাফ আসিফ বলেন, আমরা শুধু এখানে নিরাপদ সড়কের দাবিই করছি না, সঙ্গে মানুষের সচেতনতার বিষয়টিও তুলে ধরছি। আমরা চাই রাজধানীতে বা দেশের কোথাও যেন এমন সড়ক দুর্ঘটনায় আর কেউ নিহত না হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত উবার চালককে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো সেই ঘাতক কাভার্ড ভ্যান চালককে আটক করা যায়নি। আমরা চাই দ্রুত তাকেও যেন পুলিশ আটক করে।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের মোটসাইকেল আরোহী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় পলাতক উবারের মোটরসাইকেল চালক সুমনকে বৃহস্পতিবার রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ