শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

শ্রীলঙ্কা হামলার নিন্দা জানাতে জমিয়তে উলামায়ে হিন্দের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় সিরিজি বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ  জানাতে সংবাদ সম্মেলন করেছে ভারতের ঐতিহ্যবাহি সংগঠন ‘জমিয়তে উলামায়ে হিন্দ’।

২৩ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৩টায় ভারতের নয়াদিল্লি-এর ডেপুটি স্পিকার হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো দেশ কিংবা ধর্ম নেই। তারা সমাজের শান্তি নষ্ট করতে চেষ্টা করে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বাঁধা হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবিলা করলে তারা কখনোই সফল হতে পারবে।

প্রসঙ্গত, গত রোববার ইস্টার সানডে চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশের বিভিন্ন গির্জা ও পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ শতাধিক।

নয়াদিল্লি-এর ডেপুটি স্পিকার হলে আয়োজিত প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন মিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী, জামায়াতে ইসলামী হিন্দের সাবেক নায়েবে আমীর জনাব নুসরাত আলী, দিল্লি সংখ্যালঘু কমিশন-এর চেয়ারম্যান ডাক্তার জাফরুল ইসলাম খান, দিল্লি সংখ্যালঘু কমিশন-এর পুরাতন সদস্য এ.সি. মাইকেল, আল ভারত খ্রিস্টান পরিষদ-এর সাবেক সাধারণ সম্পাদক ড. জাইন দয়াল, আল ভারত মুসলিম মজলিশ-এর সভাপতি জনাব নাবিদ হামিদ, ভারতের মুসলিম বোর্ডের সদস্য জনাব কমল ফারুকী, দিল্লি শিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মহসিন তাকাবী, সামাজিক কর্মী জনাব খালীদ সাফী, মাওলানা নিয়াজ আহমেদ ফারুকী, মাওলানা নাদিম প্রমুখ।

এমএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ