মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু  ১১ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম

নেত্রকোনায় আগুনে ১টি ঘরসহ ২১ টি দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার মদন উপজেলার সর্ববৃহৎ দেওয়ান বাজারে মঙ্গলবার রাতে আগুনে একটি ঘরসহ ২১ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

কাপড় ব্যবসায়ী আশিশ পালের দোকান ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে শতাধিক দোকান ঘর রক্ষা করে। তবে ২১ দোকান ও ১ ঘর পুড়ে যায়।

প্রদীপ চন্দ্র রায় জানান, প্রতিদিনের মতো আমাদের দোকানের কর্মচারীরা খাবারের জন্য বাড়িতে চলে যাওয়ায় সব দোকান তালা দেয়া থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আশিশ পালের দোকানঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ২১ দোকান ঘর ও ১টি বসতঘর পুড়ে যায়।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মুহাম্মদ সাইফুল্লাহ জানান, মঙ্গলবার রাত ৯টায় দেওয়ান বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে অভিযান চালায়। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এর আগেই ২১টি দোকান ও ১টি বসতঘর পুড়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. ওয়ালীউল হাসান জানান, দেওয়ান বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদের পুনর্বাসনের জন্য সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ