মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

কারাগার থেকে হাসপাতালে বাবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহা. আব্দুল জলিল বলেন, কয়েদি হিসেবে নিয়মিত চেকআপের জন্য লুৎফুজ্জামান বাবরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মুহাম্মদের কাছে চিকিৎসা নেন। চিকিৎসক তাকে চেকআপ করে কয়েকটি পরীক্ষা দিয়েছেন।

এদিকে কারাগার থেকে বাবরকে হাসপাতালে নিয়ে আসার খবরে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ