আওয়ার ইসলাম: মার্কিন সাময়িকী টাইমসের চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আবুধাবির সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও রয়েছেন।
মাহাথির বিন মোহাম্মদকে নিয়ে ক্লেয়ার রিউক্যাশল ব্রাউন বলেন, ক্ষমতার লড়াইয়ে নামতে তার যথেষ্ট তারুণ্য ছিল না। কিন্তু তার পরও তার উত্তরসূরি নাজিব রাজাককে হারিয়ে গত বছর প্রধানমন্ত্রী হন তিনি। নিজের নৈতিক মনোবলের ওপর দাঁড়িয়ে ৯২ বছর বয়সে ব্যাপক ভোটে বিজয়ী হন মাহাথির।
মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বা খলিফা বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান হলেন একাধারে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র প্রধান বা বাদশাহ, আবুধাবীর আমীর এবং রাষ্ট্রিয় ইউনিয়ন ডিফেন্স ফোর্সের প্রধান। একজন প্রখ্যাত দানবীর খলিফা বিন জায়েদ বিন সোলতান আল নাহিয়ান নিজের সম্পদ হতে দুঃস্থ্যদের সহায়তায় এ পর্যন্ত ৪৬০ মিলিয়ন মার্কিন ডলারেরও অধিক ব্যয় করেছেন।
তালিকায় আরও আছেন মার্কিন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ ফ্রান্সিস, আমেরিকান কংগ্রেস সদস্য আলেক্সন্দারিয়া ওকাসো-কর্টেজ, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আরএম/