সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

ড. মাওলানা জসিমউদ্দিন নদবী ছিলেন কর্মবীর আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক

কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষক মাওলানা হুসাইন মুহাম্মদ নাইমুল হক বলেন, চট্টগ্রাম জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক ও আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়ন সদস্য ড.মাওলানা জসিম উদ্দিন নদবী র. ছিলেন পরিচ্ছন্ন অন্তরের একজন অনন্য ও উদ্যমী ইসলামী চিন্তাবিদ ও সফল শিক্ষাবিদ।

আল্লামা সুলতান জওকের হাতে গড়া এই শিষ্য আরবি ভাষার সুপন্ডিতই ছিলেনই না, বলতে গেলে তিনি ছিলেন আরবি ভাষার অনুরাগী প্রেমিক। কুরআন সুন্নাহ ও রাসুলের ভাষার প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই হয়তো আল্লাহ তাকে পুণ্যভূমি মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ ও তথায় সমাধিস্থ হওয়ার তাওফিক দিয়েছেন।

গতকাল শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় দোহার বিন যাইদ সেন্টারে কাতার আল নূর কালচারাল সেন্টার আয়োজিত ‘মাওলানা জসিমউদ্দিন নদবী র. জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আল নূরের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। সালেহ নূরুন্নবী ও জিয়াউদ্দিন ফাহাদের যৌথ উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ হারুন, গোপালগঞ্জ সমিতির সভাপতি হাফেজ হাসিবুর রহমান, দোহা এরাবিয়ান এক্সচেঞ্জের ব্যবস্থাপক নূরুল কবির চৌধুরী।

আলোচনায় অংশ নেন কাতার বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা আবু তালেব ও আল নূর গবেষণা পরিচালক অধ্যাপক আমিনুল হক । স্বাগত বক্তব্য রাখেন আল নূর সমাজ কল্যাণ সহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম।

মাওলানা হুসাইন মুহাম্মদ নাইমুল হক বলেন, মাওলানা জসিম উদ্দিন নদবী তার ছাত্রদের অসম্ভব ভালবাসতেন । আমার কাতার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও গবেষক হিসেবে নিয়োগ পাওয়ার পেছনে তার অসামান্য অবদান ছিল। তারই প্রচেষ্টায় কওমি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নের জন্য দারুল মা'আরিফে প্রতিষ্ঠিত হয় আল্লামা ইউসুফ আল কারজাবি লাইব্রেরি । এই স্বাপ্নিক ও সদাতৎপর আলেমের মৃত্যুতে ইসলামী শিক্ষা ও চিন্তার জগতে সৃষ্ট শূন্যতা কাটিয়ে ওঠার তাওফিক আল্লাহ্ আমাদের দান করুন।

সভাপতির বক্তব্যে মাওলানা ইউসুফ নূর বলেন, মাওলানা জসিমউদ্দিন নদবী ছিলেন প্রাতিষ্ঠানিক সংকীর্ণতামুক্ত উদারমনা সমাজ হিতৈষী মহানূভব আলেমেদ্বীন।আলনূর সেন্টারের উপদেষ্টা হিসেবে তার তার অনবদ্য ভূমিকা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে ।

এছাড়াও এতে আরো অনেকে বক্তব্য রাখেন। তাতে সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ